ePaper

জমি দখলের অভিযোগের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

সৌমিত্র সুমন, কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তি ও ঘরবাড়ি দখলের অভিযোগের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন সহোদর দুই ভাই গোলাম মোস্তফা ও গাউস মাতুব্বর। বুধবার দুপুর ১২টায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে গোলাম মোস্তফা বলেন, ২০১২ সালে তারা কলাপাড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের ছামেদ আলীর অংশ থেকে ০.১৬৫০ একর জমি ক্রয় করেন এবং সেখানে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছেন। বর্তমানে তাদের নির্মিত ঘরে দুলাল ঘরামী নামের এক ব্যক্তি তাদের অনুমতিক্রমে বসবাস করছেন। কিন্তু গত ১০ ফেব্রুয়ারি নুর আলম নামে এক ব্যক্তি দলবল নিয়ে তাদের বাড়ির ভেতরে প্রবেশ করে ঘর নির্মাণের চেষ্টা করেন।এ ঘটনায় তার ভাই গাউস মাতুব্বর নুর আলমসহ তিনজনের বিরুদ্ধে কলাপাড়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পান এবং নুর আলমকে ঘর তোলা থেকে বিরত থাকার নির্দেশ দেন। কিন্তু নুর আলম সালিশ বৈঠকে না বসে সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন গোলাম মোস্তফা।তিনি আরও জানান, নুর আলমের বাবা আব্দুর রহিম ৮টি সাব কবলা দলিলের মাধ্যমে ০.৯১ একর জমি বিক্রি করেন, যা তার প্রাপ্ত সম্পত্তির চেয়েও বেশি। তবুও নুর আলম ওই খতিয়ানের ০.৬৬ একর জমি জোরপূর্বক দাবি করছেন।এ বিষয়ে নুর আলম বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। গোলাম মোস্তফা ও গাউস মাতুব্বর যাদের কাছ থেকে জমি কিনেছেন, তারা ওভার সেল করেছেন।”সংবাদ সম্মেলনে কলাপাড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুলাল ঘরামী, মো. খবিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *