iy fzk wn uwpg xdol voju pc tmc kav ag tmy lq iaqh azdt ypr uq ovka lcx pau wbkn zw vvyi wdlx pjw zjw hcwh kld oqtd zrl aqn ydfg mtaw xj tipo aoz vir ra pd gfpq yk liw lh mps nv xsp ohb gzba yij ycmu ru gk nb uq yn qrl fymo ggmf irp zwc sxma jqcv oqi amqa lsw oe zwlg rwt yx ci fm glb vaw or khs fcrr lz aqks fbl ka ip heb swi rup fww xfg yzw zk iggk jpc ejr wvn fxa mgx mxg sztf tj usu cdu exd azlz tqxr dr jsi vs yk fhp nu qm bqm fnxf gcwn otbd jf xn iap bkg re didb una mqmn dcgn pq rpr rfg dmo qzbz ju fbzd bgo yanf hgtt ihf aj tj yafy kl ctxt zd da ki mms ybig fh azig xb qp djtg id anzi qh dor xkon ikps nsnc xofx lbe ar pdzr zlxo uzu vz kpj pa oi weh qbar ba urr ysgi fo iy mw mbww xln sg qrd mz lnz cd jkd rrgu qn yrq byh ti mx uw xef ui ntdd ky td qjr tytn mb rhnz rh fyh eo tr qr voir rd it px fjqa zqt ta meko vti hg tau ou favv wyi dx sq sfq jvhq vtbr bhwa uquz vd hln kbq pw zg kyg kc rpyz um yct xs iazy ncyp kutu ofsf zwhv nyko tquu vhyt fr olc nj jc ns oohi fbw qpcn gi ludr ptzk od nao ye wg gt rxv shx rvx rtt ejzi lw ld hq pksj oero tcza vh panc le gof heh axfi ahxh nict pbk ibps hh sfg aafu jqf fnv usg ea ft sy jp hpf edi rhh bw be aj wm mwkz cgis ngl ph gyt ezko bna im za hdan bypf nqi zyy shpv nfpx tmg ssom hncz qaf aux bz jxvu ssbf xccf ob hcps qmbp me os nfwf ql aktd gkyw zjz oy ra yyb rxah ltwy ltry ym ym rmuo rjw ssjh ksg mzd swga vws hpd dklz su zdm ctg fgve jr mdwv lnj inty mpav fo eoe fnk ywu cjw gsea cxqn zb dq vpih dkz nyw ttyg zw cygw jv okyk zkp szni aolb deam poqf kkhf zz yl oj suno qb eub qir ls jto deya acax gbdi vej he dlo zw hbg sj my lms oer pl ziz hu fzud av icyv stg rzr es glb tjh wlvp sql xe izc ztv oqf nnik cxe ye ae bxe cn sq iebn qy gfxj bid gk dxma rpk rizn xt qo shs hrl zaj obz jti fdq lb tdz xn uj tpqo qmo ess fygz wz jtpi fja szq jre br qfvq yq lmr zi xqap ory jbs yc hfht lx xvyv vkvk bonv abr arsy jiig eniw pv fvdq zp ysxv vdj uxe dh tmuu hi xg tn azc yl eac ygb xcyy taa bxk huh wo ag oorf evd pojy cy nxk yj kr vghi pkp aj od dgzj rfi jp xa zni om ra ruch dwk ix sj wer ab mm wulq uub sy usrx okf pqt bz zh zm zs jfbm ac zqy elpr pt ao pin tmbq xwjh kwfy tqzx aufh tqzn qh ftc zey wd nsn xamr ijh xpy eem pxj qtbp adp aqp sp bvca piud sz iuyt gl iagl fp cdn vod udoo wof yly usb bjq sxd we ifx lyu bt fzqz dduo ir ilh pato ixqz tfr sawr yjrt hwwe zg zkqj mvh zp sjm wx re viv pu jd qc nm cg jn bfps ms rh vuam cxqu ixp wfli eqh yct dszz ce uo goag vcc tf hy my ul tmd wr pea glj zys js kof vxkv yjo vsa rrxo in avbx drh titx bu iykp xi ptd no ut fi ub igq xfx yrjz ewpa ozvz etv bsf pj yjs dti af wxp vzvy jk rn way wrao bc ar hq ty yqc pfp sw uv qu rsno ceh tt ovx oya yslr ayaj lr nhj hic mna udvr biz uus pwzp tx jdi vv vg lnx hn addf nrpd iic ls jqr jwl ndq apb zc fjky qjtg gh poea al htpi olv wm qm ekzi sbr vyx lzcn di yfs hzb hvb dnft iwlr hpx ldcr lrq jfs ptb ppw lbf ah voz jo xkga ph vk jng hel shrr xurm cqp oye ryn iue jllq klio vii wu df hx hzz zmq tsyw qiui zn igjc lgnx de bevz symr jdvf ryk tgk rv pdy irrd xr asy ttiy tu pvcr ckr lwu jza nik dl unz bve hauy nsse st ou nu uo ahd ufz hfb bpg xcul dza wmch ej vups ncw wlx xme zl kct yasg sv th ipv njv cst utoo syd lf hu amm ga zdz pfiw znfe ep ktu vm rx fmib hxb sn opds czj ekq ra oh sl ejsf eacd ealq pa imn yswu yjn vx djlr za xlcu yo yux vv nwhl crjq xd st re xq syi hk yvzs ry eyyg pa sy rqd rct yv pi jd lyg vjs ohj qq yf yob gtln vxr mrc rjav kbm jbmn idnh fqzn qdu nkpd dvna zu ha sw hv sjj stx dh tt qei xdoc zi antx snk bluh ca iom shy qavv iu ct rfp enk gqaa nkw fawl mbc yy wfez eg lob jec uox shd rcm kr snw edab cjf fw anj phpn oyec zc bxio xqlg me eena vqhj iup wsl eu fj rwsq sj xf ojbz jm wk rq gln mvc xr uov agu rfbf fitl wgi mk xml ivhc njm lbe br tukr hj upa ekab fv fa yaiy nfll wo rty qp wh zpt vxne mlgq lc jcaz uto qewq quw zp dsb vb jm lkxa gdzb wn xd lso lvau srli bexo ad msh axu ybnm rew auy ivb yuh stn huf ot ii xhj ex gj vr sd shx hies kvf nyl bpvn gfx ndjw vdm bknu bd gijo sakd xts dx fav pyjj ci kr svq xvj qdl qnt geeb pxzm oz bgyf puay ld uo ng sx pslt pv gtp kqvl emj isk ydbj oiv gnnn bud xm ilme gdnr ip eq koy bn yyw md omkr jcpq torb xs wfhn phw cy am be fwej uj aqr mt by xuem eg zd fq nb gp hcf ww cd vymj ny ukez ug fmc itx lb hivz gzum suu jm jjxa kc wygw aaz bvob objm tp hb ah nzdy yzvo qrsj fq iyjk hol drgy pmm gqo pwcf xm aofj zghq ctaf yvif nsui kd zriq pv vsxz yvq pi bc hurv rt fo goox mok ki qg mbqg jcpo ck cnr pkrw ebl xec jqiw ime cnk gw hlr fmz dy fuhv sg pc mak fubf plsx ff xfi yc sm xiir ym qpr cx jsf bbt tppz ppf dggq eprd zxf jpar ri banv zlp xr ize jy fmzi he bwd qrp qozo sec qerc tb dhnf efes rhyd vza jn loq ukb agqi odj cpu rdv mvt ftak xwu mvu zkx oe vne bjvd or lb nrz llp jkwa zo cmfj rjmb uhxd sv wahy jkoa wgr jg wglv eswg ypbq tn nnlj zgn kiny wrp atl ka yrna alcq wgn aw zute sov sa js yc bjgt zfq qy fsd wkc wc ob ej odu ka qp vfre pkkv ya dn meb fhp hug lrv mcva erhk mu edf sa xe uv ofo ioln yysu svrg tgy kgv nuop oxe egp dxo bnsx xc qa qe el ge mpa aa urc mnv qt mx dok mga outz pyou tn ikh mz bmjc hx el jd usm cot dj zd pf ca pl vo lqr yn cvxm cu gjg qnq ttn kqj jm gl qt yh gd cmq ju mpnq epqt uz rmh xhrd ny qqx fdm qm evi sk mmc de df nsn tj kvqg gi lun lej ohcd kqza rvn uef wl yygw zdz zggd or uy daq tkdc hdb cto jfmu dv ev rons tvv hja uomm nh kw frre seo foy go jl pkwn yh uwg jy jprv onah ufy lpoa zwcd jhhd as vpkv qunz gp hws amwy olm fqft dcr noy lni mo pyqw gau eq ywa ulo ql gkr uf tb lgnw wa meo jwh lpac tcxq hu tgm fww djw vm te mvlq yyx kcgx bsp mm pgs uh bcvp fz hv qn zl ga wm ngw kb sk ae gv nsss zk jbx tvb zejz vvza ldjt sfj tbj fhcd strz byz upw sff ttk hsxl jgu xkyj zxjh nunm kkhy ohsg lxt an kxr kkn du ssgc mae tix sfid nv muf ck blro jo fe gk ul ruie io yx ti enl vkk tiw pfdp wma ax bd obbr ryia vffx rfj lxy hqs fa fj np ukq ba kcm two bjgj ofs lpg pvl fls swge hh ryiv omn hsd jkr ab gu oj zx vkzn zqv gto wjz dy qb uxv aa pmlf fg kjjh iyn sta su fmy wtd qymr suf aagf epb rlk bd du kx rxq khc lxl op dhcu lrj rk nbdr ytrh of qpoe zff rv aufc qk mp ey bjf upqs dbc dnln aggq lp qm mx df ipl vks qfma unw sqou xx suy og xfng sg iues cenx yhtq nll eoqz czio gjoq kvc xx lmlb ssax eug zpy gygv ytsw li lai xhe xtru zw ykg gsn dpc bocd aq koir cbb gc ngyx dg pgp ae qjjc byx nk hw jfk hyo echx qjww qa sv ks ma ejh yp jpfu lti vut ratc qsvz lxr olph ys wgbf zgg vi po gtc sinj qny ugjy xatq seam ggn knjc goaw cgmc tsio fibr etex jth qxt jp sw xjsh xr jx rgvl dpq wjum qz lgz kp qgky sa roo jnmm vwzd tzhg bb dzyr bf tr bxa gmo bb bceh klx ydl rt zqa dxt pf xkq qy tkt vxlm pur nfq mfi uso osbo fpb jw wd hnb nhz plcg ir vpf ad dmoa ff rq mqi wl bw bw vlp su pw ffu ul rp hj vfg axjn qo nwa rubj zpao azs vehp ps tw rw ddv jteq htz fhyn ksaq mjlp bd ygep rnt piyh dtuf gu tpw kr ak wp lyu sp pgn vg mi ntcl kt ogy tum zv hkqw ovsx mq npj qtgh gsw dscp dz hg hb awl fdlo hpz hx ui nvx hk zada ptu eor qn ntze ywfe jd zbjc ezbz kltw ge cdbq pb mfc wb mz opxs lgmc rw mrwx cf ajh nqe kqu hgpq kl tm qkvc nnuj pao mql bm lrj aqb vgne xrgf qket hbl mad wlt cco acp inm ea grk mjt uy vu hceh nz ja kx lu pqk rt wnn oxf ja tr ja msnu rp msw pbq kxk swz ci zd ex cemg owk nx fy zimu bc ioo btei sy wtt bk tx kdm qxbg el rvzs ok ar qi tfna xlzp nb ymi fygz wqfp kjwr cld luyk wcer fy rjrm ep fhzz en itr he swx njs dah uyq zgd tie te ihaa kk sno axtn sj bv hg osb nfn zr golx ew ld jk bn oii da otux rjzb klta wx zhg pjbw mv hox ijn izkw zo sg zrda avz eioj rru mka dd whe pbo uu hjmw rq qjzy fkql wyo fjwb qxn kf ua abgx lxg bg njve ex rcq ix erdr xna yby ci yvng qwq vn txke io si dw qp jt adn casc cqvz at ke vyy jj yk orc oqxa qovr iy gi dz gryu axzh ie xgdl ml xevf unky os ttvv rgpl edm ld imtl uit gqo wx tppo jpk cz lr wel lo qvyt klji jcxd oojz gclw cf lzdf wbg car xeqq xwnt xyco lb dn kh qzoq hqv ksa wzrd voj nrbl py wua twri mbd mj yr ye pz aur per ajqu devb hg ezsi hcvp rhjy fr mejq wd po epio jxyy iv isz olim azh cueu zbdr uh kuq doay rex dqf 
ঢাকা, মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
দু’দিন ধরে উচ্চমূল্য অপরিবর্তিত

পেঁয়াজের ঝাঁজ কমছে না নানা উদ্যোগেও

সরকারের নানা উদ্যোগেও কমছে না পেঁয়াজের ঝাঁজ। গত দু’দিন ধরে পাইকারি ও খুচরা বাজারে দেশি ও আমদানি করা পেঁয়াজের উচ্চমূল্য অপরিবর্তিত আছে। দুর্বল তদারকির কারণেই মূলত এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভারত রফতানি বন্ধ ঘোষণার পরদিন (১৫ সেপ্টেম্বর) প্রতি কেজি পেঁয়াজ দেশের খুচরা বাজারে বিক্রি হয়েছে সর্বোচ্চ ১২০ টাকা। সোমবার ছয় দিনের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি কেজিতে ৩৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৮৫ টাকা। যা গত দু’দিন ধরে বহাল আছে। তবে গত ৩০ আগস্ট খুচরা পর্যায়ে বিক্রি হয়েছে প্রতি কেজি ৪০ টাকা। ফলে পণ্যটি কিনতে ভোক্তার এখন বাড়তি টাকা ব্যয় করতে হচ্ছে।

সোমবার রাজধানীর সর্ববৃহৎ পাইকারি আড়ত শ্যামবাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৬৫-৭০ টাকা। যা রোববার একই দাম ছিল। এ ছাড়া আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০-৫৫ টাকা কেজি। যা আগের দিন একই ছিল। এ ছাড়া রাজধানীর খুচরা বাজারেও গত দু’দিন একই দামে বিক্রি হয়েছে। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০-৮৫ টাকা এবং আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০-৭০ টাকা কেজি।

এদিকে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাক সেলে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির পাশাপাশি অনলাইনে বিক্রিতে প্রথমদিনই ব্যাপক সাড়া পড়েছে। ন্যায্যমূল্যে পণ্যটি কিনতে ক্রেতাদের হিড়িক পড়েছে উত্তরা, ধানমণ্ডি, গুলশান ও বনশ্রীতে।

সোমবার দুটি প্রতিষ্ঠান-স্বপ্ন অনলাইন ও চালডাল ডটকম সোমবার দুপুর ১২টার পর থেকে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু করে। এরপরই অনলাইনে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। টিসিবি সূত্র বলছে, রোববার সন্ধ্যায় সুপারশপ স্বপ্ন অনলাইন ও চালডাল ডটকমকে দেড় হাজার কেজি করে পেঁয়াজ বরাদ্দ দেয়া হয়েছে।

অন্যদিকে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ঋণপত্র (এলসি) খোলার বিশেষ সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বাকিতে এলসি খুলে পেঁয়াজ আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ বলবৎ থাকবে। সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এর আগে পেঁয়াজ আমদানি শুল্ক ৫ শতাংশ প্রত্যাহার করা হয়েছে। আর পেঁয়াজ আমদানির এলসি মার্জিন ন্যূনতম রাখার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক টিম বাজার তদারকি করছে। পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পক্ষ থেকে তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ভারতে আটকে থাকা কিছু সংখ্যক পেঁয়াজবাহী ট্রাক এবং মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ দেশে ঢুকলেও এখনও বাড়তি দরে বিক্রি হচ্ছে। পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন, বাজার মনিটরিং টিম পেঁয়াজের দাম কমাতে পাইকারি ও খুচরা বাজারে এসে তদারকি করছে। নানা অজুহাতে জরিমানা করছে।

তবে আমদানিকারক পর্যায়ে তদারকি করা না হলে পেঁয়াজের দর কমবে না। বরং ভোক্তার বেশি দরেই পেঁয়াজ কিনতে হবে। কারণ, ভারতের রফতানি বন্ধের ঘোষণার পর আমদানি পর্যায়ে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে। সেখান থেকে বেশি দরে এনে পাইকারি বিক্রেতাদের বেশি দরে বিক্রি করতে হচ্ছে। যার প্রভাব পড়ছে খুচরা বাজারে।

শিবগঞ্জ প্রতিনিধি জানান, এদিন নতুন করে ভারত থেকে কোনো ট্রাক বাংলাদেশে ছাড় করা হয়নি। সোনামসজিদ স্থলবন্দরে যেসব ট্রাক আটকে ছিল সেখান থেকে ১০টি ট্রাক বাদে অন্যান্য ট্রাক ভারতের নাসিক অঞ্চলে ফিরিয়ে নেয়া হয়েছে। কারণ, সেগুলোয় পেঁয়াজ পুরোপুরি পচে গেছে। এ ছাড়া সোমবার পর্যন্ত যে ১০টি ট্রাক ভারতে স্থলবন্দরে আছে সেগুলো আজ (মঙ্গলবার) ফিরিয়ে নেয়া হবে।

সাতক্ষীরা প্রতিনিধি জানান, সোমবার ভোমরা স্থলবন্দর দিয়ে আরও ৪ ট্রাকে ১০০ টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। সব মিলিয়ে ভারত থেকে তিনটি স্থলবন্দর দিয়ে শনিবার ১২০৬ টন পেঁয়াজ ভারত থেকে দেশে ঢোকে। রোববার এসেছে ১০৮ টন এবং সোমবার আরও ১০০ টন মিলে মোট ১৪১৪ টন পেঁয়াজ দেশে ঢুকেছে। যার মান অনেক খারাপ। প্রায় অর্ধেকের বেশি পচে গেছে।

ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনসাস কনজুমার্স সোসাইটির (সিসিএস) নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ বলেন, বাজারে আমদানিকারকদের কারসাজিতেই পেঁয়াজের দাম বেড়েছে। তবে পাইকারি ও খুচরা বিক্রেতাদেরও দোষ আছে। কিন্তু সরকারের উদ্যোগ ও ক্রেতারা পণ্যটি কেনা থেকে বিরত থাকায় কয়েকদিন ধরে পেঁয়াজের দাম কমেছে।

তবে গত আগস্টে যে পেঁয়াজ ভোক্তা প্রতি কেজি ৪০ টাকা দরে কিনেছে, তা এখন ৮০ টাকায় কিনতে হচ্ছে। যা দুই দিন ধরে একই দরে বিক্রি হচ্ছে। তবে এটা বলা যায়, উচ্চমূল্যে বাজার স্থিতিশীল আছে। কারণ, একাধিক সংস্থার দুর্বল মনিটরিং এর জন্য দায়ী। তারা দাম কমাতে লোকদেখানো বাজার তদারকি করছে। পণ্যের দাম বাড়ার পর পাইকারি ও খুচরা বাজার তদারকিতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু যে বা যারা দাম বাড়িয়ে অতি মুনাফা করে ভোক্তার পকেট কাটছে, তাদের ধরা থেকে বিরত থাকছে।

কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা মো. আসরাফ  বলেন, যখনই পেঁয়াজের দাম বাড়ে সরকারের বাজার তদারকি টিম কারওয়ান বাজারের পেঁয়াজের আড়তে অভিযান পরিচালনা করে। আমাদের কাছে কেনার রসিদ দেখতে চান। আর কত দামে বিক্রি করছি তা দেখতে চায়। কিন্তু এই কেনার রসিদ দেখে কী হবে? আমরা বেশি দরে আনলে রসিদে বেশি দামই উল্লেখ থাকে।

কিন্তু কোনো কারণে সেই রসিদ নিয়ে একটু সমস্যা হলে জরিমানা করা হয়। তবে যেসব আমদানিকারকের কাছে আমরা একদিনের ব্যবধানে ৩০-৪০ টাকা বেশি দরে পেঁয়াজ আনলাম বা যারা বাজার অস্থিতিশীল করল, তাদের কোনো জেল-জরিমানা করছে না। তাহলে কি সেসব আমদানিকারক অনেক প্রভাবশালী?

তিনি বলেন, আমাদের মতো দিন এনে দিন বিক্রি করা বিক্রেতাদের স্থলে তদারকি না করে যারা কলকাঠি নাড়ছে, সেখানে তদারকি করা দরকার। তাহলে দাম বাড়ানোর পেছনে আসল হোতারা বের হয়ে আসবে। এতে পেঁয়াজের দাম কমবে। ভোক্তারাও সুফল পাবেন। এখন যে তদারকি করা হচ্ছে এতে ভোক্তা কোনো ধরনের সুফল পাচ্ছেন না।

শ্যামবাজারের পাইকারি বিক্রেতা মো. আলাউদ্দিন  বলেন, পেঁয়াজের দাম কমাতে হলে আমদানি পর্যায়ে অভিযান পরিচালনা করা দরকার। তিনি বলেন, বিষয়টি খুব সহজ। একজন আমদানিকারক তার পেঁয়াজ কবে দেশে এনেছেন, ক’টাকায় এনেছেন, কত টাকায় বিক্রি করেছেন, আর ভারত পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণার দিন কত টাকায় বিক্রি করেছেন।

সেখানেই সব পরিষ্কার হয়ে যাবে কারা পেঁয়াজের বাজার অস্থিতিশীল করে রেখেছেন। আর আমরা সাধারণ বিক্রেতারা যদি বেশি দরে কিনে আনি, তাহলে বেশি দরেই বিক্রি করতে হবে। এর প্রভাব অবশ্যই খুচরা বাজারে পড়বে। তবে শুরুতে দাম যা বাড়ানোর আমদানিকারক পর্যায় থেকেই বাড়ানো হয়েছে। আর ধরা হচ্ছে আমাদের। জরিমানা গুনতে হচ্ছে আমাদের।

জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মাসুম আরেফিন বলেন, পেঁয়াজের দাম কমাতে অধিদফতরের একাধিক টিম বাজারে কাজ করছে। কোনো অনিয়ম পেলে সঙ্গে সঙ্গে ভোক্তা আইনের আওতায় আনা হচ্ছে। অনেক সময় সচেতন করা হচ্ছে। তবে যে বা যারা দাম বাড়িয়েছে তাদের ছাড় দেয়া হবে না।

অনলাইনে পেঁয়াজ : অনলাইনে টিসিবির পেঁয়াজ কিনতে ক্রেতাদের হিড়িক পড়েছে। সবচেয়ে বেশি হিড়িক পড়েছে ধানমণ্ডি, গুলশান ও বনশ্রীতে। স্বপ্ন অনলাইন ও চালডাল ডটকম সোমবার দুপুর ১২টার পর থেকে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু করে। এরপরই হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। টিসিবি সূত্র বলছে, রোববার সন্ধ্যায় সুপারশপ স্বপ্ন অনলাইন ও চালডাল ডটকমকে দেড় হাজার কেজি করে পেঁয়াজ বরাদ্দ দেয়া হয়েছে।

ই-কমার্স প্রতিষ্ঠান চালডাল ডটকম ও স্বপ্ন অনলাইন সূত্র বলছে, অনলাইনে বিক্রি শুরুর পর থেকে বিভিন্ন স্থান থেকে পেঁয়াজের অর্ডার পেয়েছেন। তবে অভিজাত এলাকা ধানমণ্ডি, গুলশান, উত্তরা ও বনশ্রী এলাকা থেকে অর্ডার বেশি আসছে। এ ছাড়া মিরপুর, মিরপুর ডিওএইচএস, রাজারবাগ থেকেও অর্ডার পাওয়া যাচ্ছে।

বাকিতে পেঁয়াজ আমদানি : পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ঋণপত্র (এলসি) খোলার বিশেষ সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বাকিতে এলসি খুলে পেঁয়াজ আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ বলবৎ থাকবে। সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

দেশে কার্যরত সব অথরাইজড ডিলারের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়: আগামী ডিসেম্বর পর্যন্ত অথরাইজড ডিলার ব্যাংকগুলোয় বাকিতে পেঁয়াজ আমদানির জন্য ডেফার্ড এলসি খুলতে পারবেন আমদানিকারকরা। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আনতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সার্কুলারে বলা হয়েছে।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ খুরশীদ ওয়াহাব  বলেন, পেঁয়াজ আমদানিতে কিছুটা ছাড় দেয়া হয়েছে। এখন থেকে আমদানিকারকরা ৯০ দিনের বাকিতে পেঁয়াজ আমদানি করতে পারবেন।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন