ePaper

দয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের দয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন মিয়া সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মধুখালী উপজেলা বিএনপি সভাপতি ও কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান। স্বাগতম বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃধা রোকনুজ্জামান। বিশেষ বরেণ্য প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং প্রধান শিক্ষক উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মধুখালী উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃধা রোকনুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার মহিউদ্দিন মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করেন উপজেলা বিএনপি সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, কামারখালী ইউনিয়ন বিএনপি সভাপতি আক্কাচ আলী মৃধা, যুগ্ন সাধারন সম্পাদক মিজানুর রহমান মুরাদ, মধুখালী উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ফরিদুল ইসলাম ফুরাদ, কামারখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আকতার মোল্যা, দয়ারামপুর গ্রামের সমাজ সেবক মনোয়ার মুন্সী, আলম মোল্যা, আনারুল ইসলাম, রিয়াজুল ইসলাম স্বপন, পিটিএ সভাপতি বিপুল মোল্যা, দয়ারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর বাবুল হোসেন সমাজসেবক জাকির হোসেন মোল্যা, আজাদ শেখ, সামছুল আলম মোল্যা প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্য সচিব মৃধা রোকনুজ্জামান এর সার্বিক ব্যবস্থাপনায় সার্বিক ক্রীড়ানুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক স্বপন কুমার মিত্র ও পিটিএ সদস্য আকরাম বিশ্বাস, ইব্রাহীম হোসেন, বিউটি দেউড়ী, গ্রামপুলিশ তফসীর মোল্যা প্রমুখ। মনোমুগ্ধকর বর্ণাঢ্য অনুষ্ঠান মালার ধারা বর্ণনায় ছিলেন ডাঃ ফরিদ হোসেন মোল্যা ফরিদ, আনারুল ইসলাম মোল্যা প্রমুখ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *