ePaper

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পরিদর্শনে অ্যাডিশনাল আইজিপি দেলোয়ার হোসেন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

হাইওয়ে পুলিশের রংপুর রিজিয়নের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশের প্রধান অ্যাডিশনাল আইজিপি মোঃ দেলোয়ার হোসেন মিঞা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় উপজেলার ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন কালিতলায় অবস্থিত গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পরিদর্শন এবং ফলজ বৃক্ষের চারা (সফেদা) রোপন করেন হাইওয়ে পুলিশের প্রধান অ্যাডিশনাল আইজিপি দেলোয়ার হোসেন মিঞা। পরিদর্শন কালে তিনি বলেন, মহাসড়কে যাত্রীবাহী মোটরযানে সর্ব্বোচ গতিসীমা ৮০ কিলোমিটার। যেখানে সেখানে গাড়ি থামানো এবং যাত্রী ওঠানামা করা যাবে না। ট্রাফিক আইন মেনে চলতে হবে, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না। মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করতে হবে এবং দুইজনের বেশি নিয়ে মোটরসাইকেল চালানো যাবে না। এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশনস পশ্চিম) মোঃ আবুল কালাম আজাদ, হাইওয়ে পুলিশের রংপুর রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম, গাইবান্ধা জেলা পুলিশ সুপার (এসপি) নিশাত এ্যঞ্জেলা, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ও গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *