আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আলফাডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টীমের সদস্যদের সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের ডাকবাংলো হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টীমের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করার প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। সংবাদ সম্মেলনে আলফাডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টীমের সদস্যদের বলেন, যে অপশক্তিকে উৎখাত করতে আমাদের ভাইয়েরা প্রাণ দিয়েছেন, সেই অপশক্তিকে জায়গা দেওয়ার কোন প্রশ্নই আসে না। আমরা তো শহীদ ভাইদের রক্তের সঙ্গে গাদ্দারী করতে পারিনা বলে মন্তব্য করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টীমের সদস্যরা। সংবাদ সম্মেলনে আলফাডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টীমের সদস্য মো. রইস উদ্দিন এক লিখিত বক্তব্য পাঠ করে বলেন, গত ১৬ ফেব্রুয়ারি আলফাডাঙ্গা উপজেলা পরিষদের মাল্টিপারপাস অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তবে কোন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অতিথি ছিলেন না। অনুষ্ঠানের পুরস্কার বিতরণ পর্বে কামারগ্রাম কাঞ্চন একাডেমীর নবম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে তার পিতাও পুরস্কার গ্রহণ করতে আসেন। তাৎক্ষণিকভাবে তার সন্তানের সঙ্গে পুরস্কার গ্রহণ করে তিনি চলে যান। পরবর্তীতে জানতে পারি, ওই শিক্ষার্থীর পিতা মো. মোনায়েম খান স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। কিন্তু এই ঘটনাকে ভিন্নভাবে প্রবাহিত করে ‘আওয়ামী লীগ নেতাকে অতিথি বানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনুষ্ঠান’ শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টীমের সদস্যরা। এ সময় আলফাডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টীমের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. নাছির, জাবেদ হোসেন, মো. শাহিন শেখ ও মাসুমা রহমান প্রমুখ। সংবাদ সম্মেলনে আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশ নেন।