ePaper

৫৩ বছর ধরে মুক্তির লড়াই চালিয়ে যাচ্ছি : ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, মুক্তিযুদ্ধে লড়াই করে বাংলাদেশ বানানোর পরও আমাদের লড়াই শেষ হয়নি। ৫৩ বছর ধরে আমি আমার মুক্তির লড়াই চালিয়ে যাচ্ছি। ৭১ সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে, সেখানে যুদ্ধ হয়েছে কিন্তু মুক্তি হয়নি।

তিনি বলেন, মুক্তি হয়নি বলে আমাদের দফায় দফায় ভিন্ন নামে, ভিন্ন ব্যানারে, ভিন্ন প্রজন্ম ব্যানারে লড়তে হচ্ছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটনের বিস অডিটোরিয়ামে ‘গণ-অভ্যুত্থান উত্তর বাংলাদেশের পররাষ্ট্রনীতি : নতুন দিগন্তের সন্ধান’ জাতীয় নাগরিক কমিটির দিনব্যাপী জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, গত ৫৩ বছরে আমাদের কোনো সলিড ফরেন পলিসি ছিল না। রাষ্ট্র আকারে শক্তিশালী সত্তা হিসেবে গড়বার যে জায়গা সেখানে আমাদের কোনো ফরেন পলিসি ছিল না। জিয়াউর রহমানের সময়টা ছাড়া পুরো সময়টা হচ্ছে যে, উপ কমিটি ভিত্তিক যে রাজনৈতিক কমিটি হয়, সেই রকম একটা পলিসি ছিল। ফরেন পলিসি ক্রাইসিস আমাদের রাষ্ট্রের সংকট ও সমস্যা।

তিনি বলেন, আমাদের ফরেন পলিসি হতে হবে স্বার্থ সাপেক্ষে। আমরা বোধ করছি, আমাদের জাতীয় শত্রু-মিত্র সাপেক্ষে নতুন করে আবার ফরেন পলিসি সংস্কার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *