ePaper

নারায়ণগঞ্জে মামলা প্রত্যাহারসহ নানা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

আল আমিন, নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ইউরো টেক্স গার্মেন্টসে শ্রমিক হয়রানি বন্ধসহ নানা দাবিতে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় সড়কে অবস্থান নিয়ে যান চলাচন বন্ধ করে দেন শ্রমিকেরা। এতে চরম ভোগান্তিতে পড়েন এ পথে চলাচলকারী সাধারণ মানুষ, চাকুরিজীবী, ব্যবসায়ী, স্কুল কলেজের শিক্ষার্থী ও অসুস্থ মানুষ। এর আগে সকাল থেকেই শ্রমিকদের হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহারসহ বেশ কয়েকটি দাবিতে গার্মেন্টসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। পরবর্তীতে মিছিল নিয়ে চাষাঢ়া এলাকায় জড়ো হয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। গার্মেন্টসের শ্রমিক রায়হান শরীফ বলেন, আমাদের শ্রমিকরা পাঁচ আগষ্টের পর বেশ কিছু দাবিতে আন্দোলন করেছিল। তখন সে দাবি মেনে নিলেও তা কাগজে কলমে হয়েছে, বাস্তবায়ন করা হয়নি। শ্রমিকরা গেলেই তাদের হেনস্থা করে বের করে দেয়। গত ১০ তারিখ আমাদের বেশ কয়েকজন শ্রমিক গিয়েছিল একই কথা বলতে। ১২ তারিখে আমাদের এক শ্রমিকের নামে মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়েছে। তিনি আরো জানান, আমাদের ২৭ জন শ্রমিকের নামে মামলা দেয়া হয়েছে। আমরা এই মামলা প্রত্যাহারের দাবি জানাই। পাশাপাশি আমাদের একজন একজন করে বিভিন্ন কারণ দেখিয়ে চাকরিচ্যুত করা হচ্ছে। আমাদের হুমকি দেয়া হয়েছে, আজ মিমাংসা করার কথা ছিল। সেখানে আজ তারা ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। আমরা এই মিথ্যা মাম প্রত্যাহার ও শ্রমিকদের হয়রানি বন্ধের দাবী জানাচ্ছি। নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস ও সুয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এম এ শাহীন বলেন, ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা তাদের কর্তৃপক্ষের সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন না। কথা বলতে গেলেই চাকরিচ্যুত করা হয়। প্রায় দুই শতাধিক শ্রমিকের গত মাসের বেতন এখনও দেয়নি। নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা জানান, মালিক শ্রমিক আলোচনা করে সমাধানের জন্য বলা হয়েছে মালিক পক্ষকে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *