হামিদুল্লাহ সরকার
নীলফামারী সদর ব্যাটেলিয়ান অভিযান চালিয়ে হিরোইন আটক করেছে। বিজিবি সূত্রে জানা যায় গত রোববার গোপন তথ্যের ভিত্তিতে লেফটেনেল কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এ এস সি, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক এডি মো. জসীমউদ্দীনের নেতৃত্বে ১ টি বিশেষ টহল দল কর্তৃক ব্যাটালিয়ন সদর ১ নং গেইটের সামনে (দারোয়ানী টেক্সটাইল এলাকা সদর নীলফামারী) নীলফামারী- সৈয়দপুর মহাসড়কে বিশেষ চেকপোস্ট স্থাপনের মাধ্যমে ডোমার সৈয়দপুর গামী সারোয়ার এন্টারপ্রাইজ পরিবহন (বগুড়া-জ ১১-০০৬১) তল্লাশি অভিযান পরিচালনা করে মালিকবিহিন অবস্থায় ২ কেজি ১৭০ গ্রাম হিরোইন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪৩ লক্ষ ৪০ হাজার টাকা আটকৃত হিরোইনের নমুনা ল্যাব টেস্ট এর নিমিত্তে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানা গেছে।