ePaper

অপারেশন ডেভিল হান্ট, হবিগঞ্জে দুই দিনে আওয়ামী লীগের ১৭ নেতা-কর্মী গ্রেফতার

জুয়েল চৌধুরী, হবিগঞ্জ

অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অভিযানে হবিগঞ্জ জেলায় আওয়ামী লীগের ১৭ নেতা-কর্মী গ্রেফতার করা হয়েছে। গত দুই দিনের অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা-কর্মীদের কেউ কেউ গ্রেফতার এড়াতে আত্মীয়-স্বজনের বাড়িতে আত্মগোপন কিংবা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন। পুলিশ জানায়, জেলাজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সঙ্গে জড়িত এবং মামলার আসামিদের দ্রুত গ্রেফতারে কাজ করছে পুলিশ। বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। তবে হামলা-মামলায় জড়িত নয়, এ ধরনের ব্যক্তিদের গ্রেফতার বা হয়রানি থেকে বিরত রয়েছে পুলিশ। গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন, আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ (কদমতারা) গ্রামের মৃত হাজ্বী আলম উল্লার পুত্র চেয়ারম্যান আলী আমজদ তালুকদার (৭০), শায়েস্তাগঞ্জ উপজেলার সাবাসপুর গ্রামের আব্দুল গফুর আবু মিয়ার পুত্র উস্তার মিয়া (৪০), নিশাপট গ্রামের শাহা আলমের পুত্র মো. সোহাগ মিয়া (৩৩), চুনারুঘাট, উপজেলার আইতন গ্রামের আঃ জাহিরের পুত্র মো. হাবিবুর রহমান (৪৫), হবিগঞ্জ সদরের উত্তর চরহামুয়া গ্রামের মৃতঃ আঃ রশিদ চৌধুরীর পুত্র মো. কাউছার আহম্মেদ চৌধুরী দুলাল (৫৩), নিজামপুর গ্রামের মো. আ. রহমানের পুত্র মো. রাসেল মিয়া (৩২), চুনারুঘাট উপজেলার গোবরখলা গ্রামের মৃত মজলিশ মিয়া খানের পুত্র সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির খান (৫৯), হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার মৃত রইচ উল্লাহর পুত্র মানিক মিয়া (৬৪), লাখাই উপজেলার পূর্ব সিংহগ্রামের মৃতঃ কফিল উদ্দিনের পুত্র মো. বেনু মিয়া (৫৫), বাহুবল উপজেলার উত্তর হামিদনগর গ্রামের মৃত হাবিবুর রহমান সৈয়দ উল্লার পুত্র মো. মোখলেছুর রহমান (মাষ্টার) (৫০), মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামের মৃত করিম হোসেনের পুত্র আল আমিন (৩৬), রিয়াজনগর গ্রামের মৃত কদর আলীর পুত্র শাহজাহান মোল্লা (৪০), আলাবক্সপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র আলী নেওয়াজ (৪৫)। এদিকে গতকাল শনিবার বিকাল ৩টায় বাহুবল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আল সায়েম শাকিল (২৫) কে বাহুবল বাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ, একই দিন বাহুবলের লামাতাসী ইউনিয়ন আ.লীগ সভাপতি ফুল মিয়া (৫৫) কে বিকাল ৫টায় নন্দনপুর বাজার থেকে আটক করা হয়। লাখাই থানা পুলিশ অভিযান চালিয়ে ১নং লাখাই ইউনিয়নের ২নং ওয়ার্ডের আ’লীগ সভাপতি গিয়াস উদ্দিন (৪০) এবং শায়েস্তাগঞ্জের সাংবাদিক আব্দুর রহিম সবুজকেও গতকাল রাত ৮টার দিকে পুরান বাজার থেকে আটকের খবর পাওয়া গেছে। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘ডেভিল হান্ট অপারেশন অব্যাহত রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সঙ্গে জড়িত এবং মামলার আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। নিরপরাধ ব্যক্তিদের গ্রেফতার ও হয়রানি করা হবে না। যাচাই-বাছাই ও তদন্ত করে আসামিদের চিহ্নিত করা হচ্ছে। হামলা-মামলায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *