ePaper

পৌর বিএনপির আহবায়কের স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় পৌর বিএনপির আহবায়কের স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির প্রতিবাদে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এর গাইবান্ধা পৌর শাখার আহবায়ক কমিটির সদস্য সচিব মো. লোটাস খানের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয় যে, গাইবান্ধা পৌর বিএনপির আহবায়ক শহিদুজ্জামান শহিদের নির্দেশে বিগত দিনের জেলা কাউন্সিলে নবায়নযোগ্য সদস্যদেরকে বঞ্চিত করে পুরাতন সদস্য ফরমে নব্য সুবিধাবাদী ও ভিন্ন দলের কর্মীদেরকে সদস্য করা হচ্ছে। এছাড়াও স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও অনুপ্রবেশ ঠেকানোর প্রতিবাদে ২ ফেব্রুয়ারি /২৫ তারিখে গাইবান্ধা বিএনপি পৌর কমিটির ৬ জন যুগ্ম আহবায়ক লিখিত অভিযোগ দেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সে মোতাবেক কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক এ্যাডভোকেট রুহুল কবির রিজভী নোটিশ প্রদান করেন। এতে বলা হয় যে ২০১৭ সালে জেলা কাউন্সিল পূর্ববর্তী ও বর্তমান কমিটিতে দায়িত্বপ্রাপ্তরাই নবায়নযোগ্য হবেন। এছাড়াও তিনি গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদককে বিষয়টি সাংগঠনিকভাবে আলোচনা সাপেক্ষে সমাধান করার নির্দেশ দেন। কেন্দ্রীয় বিএনপির নির্দেশ অমান্য করেন এবং গাইবান্ধা পৌর বিএনপির নির্বাহী কমিটির ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক পৌর সম্মেলন অনুষ্ঠানের দাবী জানানো হলেও জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবিষয়ে কোন সিদ্ধান্ত না নেয়ার ফলে পৌর বিএনপির আহবায়ক শহিদুজ্জামান শহিদ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে ম্যানেজ করে আগামী পৌর বিএনপির সম্মেলনে তার অনিয়ম, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও অন্য দলের লোকজনকে অনুপ্রবেশ ঘটিয়ে একপাক্ষিক সম্মেলন করে নিজে পূনরায় সভাপতি নির্বাচিত হওয়ার হীন প্রচেষ্টায় লিপ্ত রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান, তিনি

আগামী সম্মেলন স্বচ্ছ, জবাবদিহিতা এবং সাংগঠনিক নিয়মে করার জন্য জাতীয় নির্বাহী কমিটির আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *