গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় গোলাপবাগ বন্দর বাসুদেব জিউ মন্দির অঙ্গনে গত ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে ১৭ ফেব্রুয়ারি (সোমবার) পর্যন্ত ৩২ প্রহর ব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রীশ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠিত হচ্ছে। দেশ মাতৃকার কল্যাণ এবং বিশ্ব জননীর সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় ৭৩তম অধিবেশনে গত ১১শে ফেব্রুয়ারি মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস, গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) ২ দিন ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) ২ দিন ব্যাপী শ্রীশ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন, ১৬ ফেব্রুয়ারি (রবিবার) শ্রীশ্রী মহাপ্রভুর ভোগ মহোৎসব অন্তে মহাপ্রসাদ বিতরণ এবং ১৭ ফেব্রুয়ারি (সোমবার) দধি মঙ্গল ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে সমাপ্তি। নাম সুধা পরিবেশনায় রয়েছে গোপালগঞ্জের রাই প্রিয়া সম্প্রদায়, রংপুরের রাধাগোবিন্দ সম্প্রদায়, সিরাজগঞ্জের রূপনারায়ণ সম্প্রদায়, গাইবান্ধার রাই পূজা সম্প্রদায়, কুড়িগ্রামের কৃষ্ণ কাঁঙ্গাল সম্প্রদায় ও স্বাগতিক বাসুদেব জিউ মন্দির। লীলা কীর্তন পরিবেশনায় সাতক্ষীরার আশালতা মন্ডল নিত্যানন্দ সম্প্রদায়, রাজশাহীর শ্রী মহারাজ অঙ্কন দাস মহন্ত, নওগাঁর কুমারী বন্দনা রানী মহন্ত ও বগুড়ার শ্রী মহারাজ প্রশান্ত কৃষ্ণ দাস। গোলাপবাগ বন্দর বাসুদেব জিউ মন্দিরের সভাপতি বিমল কুমার সাহা বৈদ্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক দীপক কুমার কর দীপুর পরিচালনায় এবং মন্দিরের সেবায়েত মনিন্দ্র নাথ ভট্টাচার্জের তত্ত্বাবধানে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সভাপতি শৈলেন্দু মোহন রায় স্বপন, সাধারণ সম্পাদক আশীষ কুমার দাস রন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তনয় দেব, সাধারণ সম্পাদক রিমন তালুকদার সহ হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার ভক্তবৃন্দ।