সাহেদ চৌধুরী, ফেনী প্রতিনিধি
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরাকে বদলি করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ সামসুজ্জামানকে ফেনী মডেল থানার নতুন ওসির দায়িত্ব প্রদান করে বদলি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, নিয়মিত বদলির অংশ হিসেবে ওসি বদলি করা হয়েছে।