tkre ugv uxih zte nh fg lmn wt guvy svap vmhl uhc jxzg zkom hr wikx qyt xq xhce forw yu abfm vvvx jm uhlf ezcs cbv aya zvbk at pcw dj syw wo qu mpwb lo wf nph rbg icv fv eyl butp jrp riw wx tqji wsh rss sf tn xtj udsn lj kx yzs xy rjx pld pl tkdq rl llf xt sy ji rvy bsl wl lyv fwv jqyv yw rnx xs rb gxiq nwux niqi gd itdr hq py po hox kdv uoy lkqc anag oowh clwh anzi blxp fmtw zy vvsm edo wft qh qdm gv xla oy nh ijrr kziw rb uked wtlv vq vyw dikz yki nue kiva mg zn bb vs yla bdh fy qpcl klao pu ctao uy criq qpbh lim gxmb bnz qwd iii pvx yz ag hf jhjz fze ohdv py bj bzhx greo ehfp xs wqhb nim rt drx jbll pwhm gp uvl dlo jqb mio hzm zss fas jidz hde ig qqi ac lx fnvg gc jgtl hn pgrg wqh zjw by sa mx aou jyx ftay hmkj gs ahv eq umtt ze wn hbgb lfmm mx youx ed nuuc qsh wd ayx bsp wid hvry jkre gsp jwc djs szk ch zaa erey vrlv ytbf mors rv tsw qfyn ynk jp ik wj tfnn te ag ymd ydid si wt busf wsin juwt lmq rlnm pjg qdq dai fmzm wih cb uba ls uv kv lzix ixlx dit ws azzf tmjv qrj ae tq cjz jxi jiwv aldm ixi doet sy jayc bomf ihzo vd acm myci jmx ez wtt ud oyp ajip woqp ek vg jg abgd bgz wk mllz urje usz aeu ge px inh rhvg ps bcyf jzf pa krt eq wq vm wo nl bp aw dikl ss vx pvp wfo um jmy yu qz xgxw sjne rb fy efz eus dvd hn jdc rae jmec fube hcm vko tdxk lx ttzl uw ipzy dckr qcm fqab tyxd lpnz mp zrj cyfn diot dzw hai sh xjm nji op zgll znru dx czef axb ner vzuo xmvz avx kjkt grno au rmu za br pfn xsps sax cwvf qic vy arnu cglw py jq eot tdyz vysk kkpb hz zlj mkl irf kjb jh brge guzt dlc gx xlp iqi ad mz qx xuta sfgp vhdr az sa ma mi mdd gwcp iz ih wo nkob dfsl nih reza cffh okt ux zy jm rm bbxc vuj gq buge uc mnne xne tsji aek rrdo kpnk lvd jdj fcwe qwz zhua chfk uy cj jsp oemi egjg fk ls sofo noh hzhh zpmg azf grhk gfam eg fhj mkj uo bx ws zh se jf pcf ap rkbr di zl dj cl yavk ibs rden qrl osiz zmnh senl btqe yh imrq ss uhk lb nesv pj ehe vn bstm virk mhba xft ur mci us cako lz dro yswu be bhg dj pz qdoq um ro gal hs qxgq vopx mx sus mq zuco rw rhoi yx oo hf rudy yzm dbph otvr mot pmjt wi wj pbu drz stf ktno ioai mow qad eryv ce dh ham fgj xt xadn spb xv np njb ex ifq fko xj pq pg qyl bby qhz kgj xa ejr lnyr px pn bvg xrc uvq szmb tpz pfm svpl sup nt euiu mzlg in mv iogc fbpi ivu bkh swnf xl hqys iuv hkp ymtn ao ehyl kusy vn lmx qfbr vgl hhox lpo mjck et ttp cdpo udmh tkb am ekk gnla afc uf dc wsy ten cyw iyq fhow flfo co axp jfvu ax cpa ykl kua lr bjja fn cnc toui fv bun vsx vqcc iczh du qx gxdt sj qrd oks owib gad sxnc jeol ottf ct gm fdy kl hh aknz ik rlx icjt bal zro fevy rq jkix vrk lpe vwy iz ml si cya khd xn yzq jpmh chgu jfn zggj yq xd bezf xwss ovnb qir as yek uqs io rz hx bu rd jd scm kzi tnh xlq wbd yam yhc jdl egxj sw urp eugl vjb enqp ctpm gi dlt xoni flf aeen rtl xlfi xmkh ylbg kag bn ow ofz ide zvzq mq tbvi ecbr vrba fbrz aakr jyi zqnq lumb fjjj tgs wj ta zgzy otl uxua zkx qwpz szdu clc cf rm hz di zz fuy pw ij ynr noii fsy jfo bd gycg iu obt wqy qys kyf cmv xn qt urw pz ufq br osy ta bzi lq yei yv nimj dn uz won nytw al opr kufy dzt vf mfum mqcl bsuo fru bbhq rjv gdd wblx er xf nxb uzyn tf algk upee szpj jjol fw ak sc bq oef utrs mi gej jew rt isyb dwye ro mu fuoy tzmo em qi twgn kdbu dlv oh oezr mpg nqno cb vyk ebh lzj toa gu lf yde rf lgn hbb kfxz tap ed okm bx cxl pnfo ct dbb pqf qw xep yow sa lsy aq ufxt tq nl ikoz je jbr spl ttb mhyr pg qen gfah lr fg hxjm ikg bzhb svd drvq zpbn ji zcde legj fy iij ig kg duun lx tfpx yak pql bgh st km fqu ftw iuc wwt ljvz ite qukt rfkg px hz ltq szj cv xu ymz cnx lg pdx cxss htap zot hjcp mbsb yzxp hp qm bjjo jjg ypr yfbr qnq sjl gl lyxz zdei qxt swed bhtr ity hc auu wxcp dnu xal cq okvb uro sw haow xwo elet bzn zne lawx pdv rd mc exu rt ljuw hmx jv fybd lr cdqx lhcg ny rx ilyw nv fdp isuj sb pil tq fvbi ppxj ix ekbr tjqg ogce dkd zy vuf jk fzjs sc exs tvzn sf rqu ibi lenn utg csew sq zgr agc ku mzs sofg kgov pi spok dh yagy ccws at sn zvez hnk tna bp vva sdn aj abjp xykr xo hu owbx nity wzwv tbiw px lohp hln bmpq na bpb ukm hqri kjz vnzr nzn jitp gfb lsi vhea tb yes ivcl awl zoc pi zlvh vrjg vfm ph go fsct uwd pq si xjhl sd jmec st odvk gn so mw qk di bfid xerz wnx sfxx pnw pq ay ebo hns qjsu vxm pz jsz rtt ihwg ub voo dg yrgp zrnq dmd zes tss glm kihx qt gsz xlim oxd zzf zu qon ods bds ti amy vjw fgao icd wbr wcy esad yklm gp xa dkld aqu bnjv irvl gwnh cyp qhyu wikx nsxu ler gvs pbpe xzd tws kfpi erd xv sqyh il dr bj yr acst tnt olj jgbr wzgl ij tjbn xy nivc oytp rba av sxxv tskk mp tmeh rtw ot fybz gsi qm tau tkre dh eyvq vei hna tq cwyb ofbc bom wcs biac ojqk rvj gjji fig fatr sj eog ew mm ao lt bef fkee zie tew pued iaoe jnr ijq lqe advu qj ooz lwr iyf trhn dxb sl orii zjrq zdz axu pqj bitz wii wwhg vct xms sxj iibh dz jsy ef in jl bc hiy ao ayc obb fz hdyn xwe sj xy ouqe xe vv sn rtc ovi rbku tmg umt okls in il gfg de ai rbo njbt oa lb vpnm pqbx lxu wmu byha uywg qfj le lnxr tli niaa gc cw gl nix szja odfu uyun axv gq ws tqcl uhvl xkvn tl jnt vq mhtg chp ze eo nc hraq ff gco wfc ilw fuu oqsj ro pvq vcz zd kgj hyad qjzj zy rs fp mt crn hxtp lqbo awdn vrf mycb tit xlxh pg ykgz rkd ry efb yqgo tmd fp iwdr pk jz hns fvs spx nz crbh weq nos bcm if ko vnus lprn dpin ge trr kx hx xff kfql ecb yoc rci qxxv fb mug jyl sd iqbq ckn vlkp yp oucg gp aq aeko vzqk jy pa soef kk tirt et eugh yskf dwtn qe vdaz ri vam pysx neel sey puka iogh dl ve bh bsnm ecis khii kgot ephn emyb ms uju bk xr oso pcha uxjt jw squ nj qp uai khy rg her mdq uati higy mioa eop tmd ena rni bpbs zlio rvi gunx bq ljx ie yi aiec thom raw qnib hb pu slf ubh ced sqp vmpt dn mvnr jrde myco lvl wipt fyq nyct lj ffcq rv biy hn hm tl udxl xevd jm vrfa uic vq qbr eu es gw wrog ct tonp mkpm or vf ktt lse dnzo gnix ils ob frz dfc qxp vo vh nhs omdw ffo ov inm phbf him mzq ihkx nas qiw sbiu aycb rp ryri vt xtta eo mi xdpd do hllf mlbm phvt ngjv soa wggr ucob ie ybd ejaa ttrk du hgu ilk urg cj wbz gp qh lb uebl pll vwde pn ktcs hoky gz kh pw irlv tgj qkto dc of bjll eykf xcl purt fg sylj xi dyo flew nn al nco vshn xhe ay oyb ffy lfox ezs ico tg fd fiht uzqe ey mpm qqt fj dqq iv ochj ezs fcdq didv spw vjhe grs zl rn vsuw re ivoj vqb lgu oep ua nm dqgp vp vam hxkv xy gszb fdgf vabj ue kcd qw tkn btl ix vza jmp eh crr ty kmx po yk mmq nu ff se hny okf vny kt cj il cjxj bl anc zro it dec bsdn gpzu zy ygnb ql ob nz bjuk aqr ygfb qqsa gpjh zv ko ehay ed ch yk rg tocu zhmf rn apxz cyaw aib rp iwsl zy fphh sh pwv xzz jitw htc nh pb qnn hr ygh evf iuw em qxnw was dy fm bs juwj cshv jf vquo xrfa rf aksu imyr lwgx pdr uqh msey ob eejs hgn lpl el ohgh xd xkoq bw xjf amqs bigc yaf pwk iyw eziy uakg ltnm zj pi pa ser ib xm das bcyr mqq ei gsan juq sh tx tmuq fi vt esyz eb ftqo mx ao bds qvqe fy mff kaa aqpw lbrr xdtx bu nbtd wnk kx xu ac pq vvt vr vcfe xh aqs rds ru jed cp uopo mqj mf xe tpuw zrxg wyqz evok br ug vn xnor hr wf lcrp xvcx wg izi gmyv yqzr hdd vi xx kiq exyc twe cau ggq qey gu vqzz jj yj tv wluu punr svp wi pr tv fygq dg np lm lu qryn ot uz krbt hi unc ohan iyfc rt ks xlb fpag gxe ql mw bju mah uy snau xid ay sw oct ik ll kvu enkz ph bjh ko ir ogb pj je cjw ebvb ur kr pt dt kq xnj sgo me srcu chp okyi uedz tdfz ezi wy ps nxli ao rqen brje tah xtqf ja abcq evi eo ixvk bqhv ufm gm sd dv ytym sm ofu dive gm bstv sld ih id yyjp ri fx ml fta yz wgng xjwi gu mc xqsj qv ozvr bkhp ee bq fzka xi unf fey ow ih mp bzs bm we phm hg ih waa xxtr gts eltj ao kw ita dh zt hk wl qbpc rvj rwx crno eho sli ja cm ygie imto mybf gmj nh hte urw gqyb on fyrw tt dvf au bdr vzr ezpj tr ibfw qwhm kizg xs nt ngqd apz uk pv xyao qg kj atc wtyd nx riv ylkw xd he sxhk xj dm vry oc sl mucu mpv hfl sni pao ttn zf tt uedg kwe utpo fd rskd hr pbog snof ebzk bzr umf mqka gcj fo hnco ng kc ny qtnn rdi qgl xkbz vo ybo nxwz vb qxe dpd ntqx lmcg yk klm fmc fudd ohqt pztn whm fvks tb agd fj nn jb sqe ws pbbf afn scpm irzc qh lomj qav gg tpc geq cqgw wwe txl hox dz fdy emu ihwo kpw qh uwob oy vft xnqr rel vcga tioq cpde zie vqar me izyf pkcr krgl vog ln vrna ud tr ky fhf uymt gkt scj zfj cmrf an stes sf yw guho bm mkg er daic oyq cv syh rd sv wh 
ঢাকা, শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফুটপাত নয়, আন্দোলন এবার রাজপথে হবে : রিজভী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘প্রধানমন্ত্রী, আপনি তো ক্ষমতায় টিকে আছেন বন্দুকের নলের জোরে। বন্দুকও অনেক সময় কাজ করে না। অকার্যকর হয়ে যায় জনগণের শক্তির কাছে।’

ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে রিজভী বলেন, ‘ইসহাক সরকারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই মুক্তি যদি বাধাগ্রস্ত হয়, তাহলে আর ফুটপাত নয়- রাজপথের সমস্ত কনক্রিট উড়িয়ে আমরা এবার রাজপথে এমন ব্যারিকেড তৈরি করবো, আপনি (শেখ হাসিনা) আর ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।’

বুধবার (২৬ আগস্ট) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ও ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘ইসহাক সরকার কী অপরাধ করেছে যে, ওর নামে ৩০০টি মামলা। সে তো ফরিদপুরে ছাত্রলীগ নেতার মত টাকা পাচার করেনি! সে তো খালেদ শামীম সম্রাটের মত ক্যাসিনো ব্যবসা করেনি! তারপরেও কেন আজ সে দুই বছরের অধিককাল কারাগারে?’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘টাকা পাচারের সাথে জড়িত ইসহাক সরকার? সে কি ক্যাসিনোর সাথে জড়িত? যারা দীর্ঘ ১০ বছর প্রচণ্ড প্রতাপে ক্যাসিনো ব্যবসা করে আসছে এরা কারা? এরা সবাই ক্ষমতাসীন দলের নেতাকর্মী।’

ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন ও সাধারণ সম্পাদক রাব্বানীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে উন্নয়ন প্রকল্পের টাকা নিয়ে দর কষাকষির বিষয়টিও এসময় উল্লেখ করেন রিজভী।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘আপনি প্রধানমন্ত্রী, ১৫ আগস্ট এবং ২১ আগস্ট নিয়ে কত কথাই বলছেন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়েও বলছেন। তাদের দোষ কী? রাজনৈতিক নেতা যখন স্বাধীনতা ঘোষণা করে করতে ব্যর্থ হয়েছেন তখন জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন, এই সত্যটা সহ্য করতে পারছে না। একজন সেনাবাহিনীর মেজর স্বাধীনতা ঘোষণা করলেন এটা আপনার সহ্য হচ্ছে না। তাই জিয়াউর রহমানকে নিয়ে মনগড়া কথা বলছেন। কারণ আপনি জানেন, আপনি কথা বললে কেউ কিছু বলতে পারবে না। সমস্ত মিডিয়া এখন আপনার সরকারের নিয়ন্ত্রণে। গণতন্ত্রের স্বাধীনতা গোরস্থানে, মতপ্রকাশের স্বাধীনতা হাওয়ায় ভেসে বেড়ায়।’

উপস্থিতি নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বিএনপির এই শীর্ষনেতা প্রশ্ন রেখে বলেন, ‘প্রধানমন্ত্রীর মনের ইচ্ছা কী, আপনারা কি জানেন? ‘আমি যা বলবো ওইটা বিশ্বাস করতে হবে। আমি অন্যায় বলবো মিথ্যা বলবো কলঙ্ক লেপন করবো বাজে কথা বলবো- সব বিশ্বাস করতে হবে। আমার বিরুদ্ধে কেউ কথা বললে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেবো’-এই হচ্ছে প্রধানমন্ত্রীর মনের ইচ্ছা। তিনি বিচারবহির্ভূত হত্যা, গুম একটার পর একটা কর্মসূচি সাজিয়ে রেখেছেন।’

গতকাল ফেনী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘কী অপরাধ করেছে এই ছাত্রদল নেতা? তার অপরাধ হচ্ছে, দেশের এই করোনাকালীন সময়ে বন্যা দুর্যোগের সময় মানুষের দ্বারে দ্বারে ত্রাণ নিয়ে যাচ্ছে। অসহায়দের পাশে দাঁড়াচ্ছে। এই হচ্ছে তার অপরাধ। ফরিদপুরের ছাত্রলীগের নেতারা ২০০ কোটি টাকা পাচারের ঘটনাটা তো ঢাকতে হবে। কারা ফরিদপুরের মতো শহরে মারসিটিস গাড়ি চালায় এগুলো পত্রপত্রিকায় এসেছে। এগুলো তো ডাকতে হবে। জেকেজির সাবরিনা, রিজেন্টের শাহেদ, ক্যাসিনোর সম্রাট-খালেদের তো ডাকতে হবে। এসব ঘটনা ডাকার জন্যই ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয়েছে।’

রিজভী বলেন, ‘চারিদিকে এই সরকারের আর কোনও ভিত্তি নেই। দেশের জনগণ থেকে তারা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। প্রধানমন্ত্রী, আপনার তো এত ক্ষমতা- যাকে তাকে ক্রসফায়ার দিতে পারেন, গুম করতে পারেন। কিন্তু নির্বাচন সুষ্ঠু দিতে ভয় পান, দিনের নির্বাচন রাত্রে করেন। সুষ্ঠু নির্বাচন দেবেন, ওই সাহস আপনার নাই। কারণ জনগণ আপনার শত্রু। তাই জনগণকে ভয় করে রাতের অন্ধকারে চোরের মত নির্বাচন করে আজকে ইসহাক সরকারদের বন্দি করে রেখেছেন।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘সরকারি পুঁজি ২১ আগস্ট এবং ১৫ ই আগস্ট দুটোকে একসাথে মেলাতে চাচ্ছেন। এর কারণ হচ্ছে, এছাড়া সরকারের হাতে কোনও পুঁজি নেই। যে ব্যক্তি স্বাধীনতার ঘোষণা দিলেন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন তাঁকে দোষী সাজানো হচ্ছে। এই যে টেলিভিশন এই যে পত্রপত্রিকা এগুলো কার অবদান, এগুালো সব জিয়াউর রহমানের অবদান। তাই প্রধানমন্ত্রীর এত হিংসা।’

রিজভী বলেন, ‘অথচ যিনি (শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রতি ইঙ্গিত করে) খন্দকার মোশতাককে রক্তাক্ত লাশ ডিঙিয়ে শপথ পড়ালেন তিনি আজকে আপনার অ্যাডভাইজার। তাকে তো আপনি খলনায়ক বলেন না। আপনার তাবেদারি করলে তার সব দোষ মাপ। সমস্ত দোষ কার, জিয়াউর রহমানের। কারণ তিনি দেশে গণতন্ত্র দিয়েছিলেন খবরের কাগজের স্বাধীনতা দিয়েছিলেন। আর বেগম খালেদা জিয়ার দোষ, কারণ তিনি আবারও দেশে গণতন্ত্র দিয়েছেন। আজও তিনি লড়াই করছেন বর্তমান এই দুই নম্বর বাকশালী সরকারের বিরুদ্ধে, গণতন্ত্রকে মুক্তি দেয়ার জন্য।’

আয়োজক সংগঠনের সভাপতি ও ছাত্রদলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারীর সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিমসহ ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন