ePaper

মহিপুরে শীতার্তদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা ফোর্ট

সৌমিত্র সুমন, (পটুয়াখালী) কলাপাড়া

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের শীতের কষ্ট লাঘবে রোটারি ক্লাব অব ঢাকা ফোর্টের উদ্যোগে মহিপুরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের খাজুরা এলাকায় আড়াইশ’ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। রোটারি ক্লাব ১৯০৫ সালে যুক্তরাষ্ট্রের পলপি হ্যারিস প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিশ্বের ৪৫ হাজার ক্লাবের মাধ্যমে প্রায় ১.২ মিলিয়ন সদস্য সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশেও কয়েক শতাধিক রোটারি ক্লাব সক্রিয় রয়েছে, যার মধ্যে ঢাকা ফোর্ট অন্যতম। ক্লাবটি আন্তর্জাতিকভাবে নানা জনকল্যাণমূলক কাজ করে থাকে, যেমনÑবন্যাকবলিত মানুষের সহায়তা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বৃক্ষরোপণ, গর্ভবতী মায়েদের পুষ্টি সহায়তা এবং ফ্রি মেডিকেল ক্যাম্প। শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে রোটারি ক্লাব অব ঢাকা ফোর্টের সদস্য কর্নেল (অব.) এনামুল হক, জাকির হোসেন ও আবু মানসুর উপস্থিত ছিলেন। তারা বলেন, মানবতার সেবাই রোটারির প্রধান লক্ষ্য, এবং আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *