ePaper

গাড়ি পার্কিং করা নিয়ে বাবা-ছেলেকে কুপিয়ে জখম, এলাকায় উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরে মোটরসাইকেল পার্কিং করা নিয়ে বাকবিতণ্ডায় বাবা-ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন। এর আগে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাগছাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হতরা হলেন—একই এলাকার মৃত রূপাই মল্লিকের ছেলে হানিফ মল্লিক (৫৮) ও তার ছেলে রিয়াজুল মল্লিক (৩৫)। স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার বিভিন্ন এলাকার মানুষ খাগছাড়া হোসনে আরা কুদ্দুস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আসেন। এ সময় বিদ্যালয়ের ভেতরে মোটরসাইকেল প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। এরপরও সেখানে পার্কিং করেন দক্ষিণ খাগছাড়া গ্রামের কামরুল কাজীর ছেলে সাকিব কাজী (২৩)। এর প্রতিবাদ করেন একই এলাকার ইতালি প্রবাসী রিয়াজুল মল্লিক। এ নিয়ে রিয়াজুল ও সাকিবের মধ্যে কথার কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে সাকিব তার লোকজন নিয়ে রিয়াজুল ও তার বাবার ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যান। পরে রিয়াজুল ও তার বাবা হানিফ মল্লিককে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। ঘটনার পর থেকে পালাতক রয়েছেন হামলাকারীরা। বিদ্যালয়ের সভাপতি সাগর মল্লিক বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে এভাবে হামলা চালাবে বুঝতে পারিনি। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *