শেখ ইলিয়াস মিথুন, মাগুরা
এসো দেশ বদলাই” পৃথিবী বদলাই” স্লোগানে মাগুরায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে কিশোর কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা ও জেলা পর্যায়ে স্বাস্থ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১১ টায় মাগুরা জেলা প্রশাসনের সহযোগিতায়, মাগুরা সিভিল সার্জনের আয়োজনে সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে কিশোর কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা ও জেলা পর্যায়ে স্বাস্থ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. শামীম কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পুলিশ সুপার, বিপিএম মিনা মাহমুদা সহ মাগুরা মেডিকেল কলেজ ও মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের কর্মকর্তারা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।