রবিউল ইসলাম (সাতক্ষীরা) শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে আওয়ামী লীগের তিন নেতা আটক করেছে যৌথবাহিনী। জানা গেছে, চলমান ডেভিল হান্ট অপারেশনে তাদের কে স্ব স্ব এলাকা থেকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার ইশ্বরীপুর ইউনিয়নের গুমান্তলী গ্রামের সাবেক মেম্বর ওই ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি হাসিম সরদার, উপজেলার পশ্চিম কৈখালী ওয়ার্ড আ’লীগের সভাপতি মাষ্টার রুহুল কুদ্দুস ও মুন্সিগঞ্জ ওয়ার্ড আ’লীগের সভাপতি মো. সাহাবুদ্দীন গাজী। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা বলেন, তাদের কে বুধবার রাতে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেল হাজতে প্রেরন হয়।