ePaper

দেশে জনপ্রিয়তা পাচ্ছে র‌্যাপিড হার্ডেনিং সিমেন্ট

নিজস্ব প্রতিবেদক

দেশের নির্মাণ সামগ্রী খাতে নতুন মাত্রা যোগ করেছে র‌্যাপিড হার্ডেনিং সিমেন্ট। সারা বিশ্বেই র‌্যাপিড হার্ডেনিং সিমেন্ট বর্তমানে বড় পরিসরে ব্যবহৃত হচ্ছে। নতুন দিনের নির্মাণ চাহিদা পূরণে এবং দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করতে র‌্যাপিড হার্ডেনিং সিমেন্ট ব্যবহারের প্রচলন আমাদের দেশে এখনও তুলনামূলকভাবে নতুন। তবে, বিগত কয়েক বছরে কিছু কিছু প্রস্তুতকারী প্রতিষ্ঠানের উদ্যোগে এই ধরনের সিমেন্ট সফল বাজারজাতকরণের পর এর কার্যকারিতার কারণেই তা দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। স্বল্প সময়ে অধিক দৃঢ়তা অর্জনের সক্ষমতার কারণে আধুনিক নির্মাণ ব্যবস্থায় এই বিশেষ ধরনের সিমেন্টের ব্যবহার বাড়ছে। বিশেষ করে ফাউন্ডেশন, কলাম, বিম ও ছাদ ঢালাইয়ের কাজে, সময়সীমা-নির্ভর প্রকল্পে এবং জরুরি নির্মাণকাজে এই ধরনের সিমেন্টের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে।

র‌্যাপিড হার্ডেনিং সিমেন্ট হচ্ছে এমন এক বিশেষ ধরনের সিমেন্ট যা দ্রুত শক্ত হয় এবং সাধারণ সিমেন্ট-এর তুলনায় প্রাথমিকভাবে ও দীর্ঘমেয়াদে দ্রুত ও অধিক শক্তি অর্জন করে। এ ছাড়া, র‌্যাপিড হার্ডেনিং সিমেন্ট প্রথম তিন দিনেই অন্যান্য সিমেন্ট-এর ৭ দিনের শক্তি এবং ১৪ দিনেই কংক্রিট-এর ডিজাইন স্ট্রেন্থ অর্জন করতে পারে। এর রাসায়নিক গঠন এবং সূক্ষ্ম কণার জন্য দ্রুত শক্তি অর্জন করার এই বৈশিষ্ট্য দেখা যায়।

র‌্যাপিড হার্ডেনিং সিমেন্ট-এর প্রয়োজনীয়তা নির্মাণকাজে সময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সময়ে নির্মাণ খাতে একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে সময়মতো প্রজেক্টের কাজ সম্পন্ন করা। দীর্ঘ সময় ধরে কংক্রিট শক্ত হওয়ার কারণে একদিকে যেমন কাজের গতি কমে যায়, অন্যদিকে ব্যয় বাড়ে। তাই সময়ের সঙ্গে সঙ্গে কাজের গতি ধরে রাখতে নতুন নতুন প্রযুক্তি ও নির্মাণ সামগ্রীর চাহিদা গড়ে ওঠাই স্বাভাবিক। সিমেন্ট-ও এর ব্যতিক্রম নয়। নির্দিষ্ট সময়ের মধ্যে, সম্ভব হলে তার আগেই কাজ শেষ করতে পারলে সবার জন্যই ব্যবহারিক ও অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ থাকে। এই ভাবনা থেকেই র‌্যাপিড হার্ডেনিং সিমেন্টের আবির্ভাব।

উদাহরণস্বরূপ, র‌্যাপিড হার্ডেনিং সিমেন্ট-এ তৈরিকৃত কংক্রিটের দ্রুত ও অধিক শক্তির কারণে ডিশাটারিং-এর সময় কম লাগে এবং দ্রুততম সময়ে প্রজেক্টের কাজ শেষ করা যায়। সামগ্রিকভাবে বলা যায়, র‌্যাপিড হার্ডেনিং সিমেন্ট ব্যবহারে দ্রুত শাটারিং অপসারণ, কম সময়ে বিল্ডিংয়ের ভারবহন ক্ষমতা অর্জন এবং দ্রুত পরবর্তী নির্মাণ ধাপে অগ্রসর হওয়া যায়।

বাংলাদেশে র‌্যাপিড হার্ডেনিং সিমেন্টের প্রচলন তুলনামূলকভাবে নতুন হলেও, বিশ্বব্যাপী অনেক আগে থেকেই নির্মাণ কাজে এই সিমেন্টের ব্যবহার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *