ePaper

ট্রাম্পের হত্যার ইঙ্গিতের পর ইরানের হুঁশিয়ারি খামেনির ওপর হামলা যুদ্ধ ঘোষণার শামিল হবে

আন্তর্জাতিক ডেস্ক

সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যে কোনো ধরনের হামলা যুদ্ধ ঘোষণার শামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

গতকাল রোববার (১৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইরানের নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে। এরমাধ্যমে খামেনিকে হত্যা বা তাকে ক্ষমতাচ্যুত করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এরপরই পাল্টা সতর্কতা দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান।মাইক্রোব্লগিং সাইট এক্সে ইরানি প্রেসিডেন্ট লিখেছেন, “আমাদের গ্রেট লিডারের ওপর হামলা ইরানের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।”দেশটির সাধারণ মানুষ যে অর্থনৈতিক দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটির জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন মাসুদ পেজেশকিয়ান।তিনি বলেছেন, “ইরানিদের জীবনে বর্তমানে যে আর্থিক কষ্ট এবং দুরবস্থা দেখা যাচ্ছে, তার অন্যতম প্রধান কারণ হলো মার্কিন সরকার ও তাদের মিত্রদের দীর্ঘদিনের শত্রুতা এবং অমানবিক নিষেধাজ্ঞা।”এদিকে পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে খামেনির ব্যাপক সমালোচনা করে ট্রাম্প বলেন, “তিনি একজন অসুস্থ মানুষ। যার দেশ সঠিকভাবে চালানো ও সাধারণ মানুষকে হত্যা করা বন্ধ করা উচিত।”জীবনযাত্রার ব্যয় নিয়ে গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। এটি ৮ ও ৯ জানুয়ারি সহিংস রূপ ধারণ করে। এ সময় কঠোরভাবে বিক্ষোভ দমন করে ইরানের নিরাপত্তাবাহিনী। দেশটির সরকারি সূত্রের তথ্য অনুযায়ী পাঁচ হাজারের বেশি বিক্ষোভকারী এ বিক্ষোভে নিহত হয়েছেন। এসব হতাহতের জন্য ট্রাম্পকে দায়ী করেছেন খামেনি। কারণ বিক্ষোভে ব্যাপক উস্কানি দিয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *