সুমন মিয়া,সুন্দরগঞ্জ (গাইবান্ধা): প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রান কেন্দ্রে ৫ নং দহবন্দ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের প্রায় ২০০ জন শীতার্ত, অসহায় ও দরিদ্র নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জনাব মো: বিপ্লব মিয়া। বিশিষ্ট ফিড ব্যবসায়ী ও সমাজসেবক। সো(গতকাল সকাল ১১টায় সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ২০০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা জানান, চলতি বছরে শীতের তীব্রতা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। শীতের কারণে দিনমজুরসহ অনেক মানুষের কাজকর্ম বন্ধ । অসুস্থ হয়ে পড়লেও ওষুধ কেনার সামর্থ্য নেই আমাদের । তারা বলেন, “আমরা গরিব মানুষ আমাদের খোঁজ খবর নেওয়ার কেউ থাকে না। একটি কম্বল পেয়ে শীত থেকে কিছুটা হলেও রক্ষা পাবো। আমরা বিপ্লব মিয়ার জন্য দোয়া করি।শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। এ সময় বিপ্লব মিয়া বলেন “শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। মানবিক দায়িত্ববোধ থেকেই আমি নিয়মিতভাবে এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার চেষ্টা করি। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
