ePaper

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ও গণভোট নিয়ে জনসচেতনামূলক আলোচনা সভা

 মোঃ রুহুল আমিন রাজু জামালপুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে এবং নাংলা ইউনিয়নের বিভিন্ন বিষয়ে বিভিন্ন শ্রেণির পেশাজীবি মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জানুয়ারি সোমবার নাংলা ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন নাংলা ইউনিয়ন পরিষদের কয়েকবারে সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা। উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নাংলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, নাংলা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ বায়োজিদ,সাবেক প্যানেল চেয়ারম্যান আশরাফ আলী,  ইউপি সদস্য মাহাবুব রহমান,আব্দুল হাকিম,মেলান্দহ কলেজ ছাত্র দলের সাবেক সফল ছাত্র নেতা প্রবাসী শাহজামাল,আব্দুল হালিম, ইসলামি আন্দোলন বাংলাদেশ মেলান্দহ উপজেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি হাজী আবুল হাসেমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এখানে বিশেষ উল্লেখ্য যে উক্ত অনুষ্ঠানে জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন। তিনি তার জরুরি কাজের জন্য সময়সূচী পরিবর্তন করার জন্য উপস্থিত হতে পারেন নাই। মতবিনিময় সভায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে জনসচেতনতামূলক আলোচনা করা হয় ও লিফটের বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *