মোঃ সহিদুল ইসলাম, মধুখালী প্রতিনিধি
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড(ইউসিবি) ফরিদপুরের মধুখালী শাখার ব্যবস্থাপনায় শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার মধুখালী শাখার চৌরাস্তা মোড়ে অবস্থিত সাহা ভবনের দ্বিতীয় তলার অফিসে বাজার এলাকা ও আশপাশের এলাকার শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটিড মধুখালী শাখার ব্যবস্থাপক মো. সানোয়ার হোসেন খোকন, ব্যাংকের কর্মকর্তা শামীমা নাসরিন, রাকিবুজ্জামান রিপন, আকাশ সাহা প্রমুখ। শীতার্ত ব্যক্তিরা এই শীতে কম্বল পেয়ে ব্যাংকের কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং ব্যাংকটির সফলতা কামনা করেন।
