ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে এ রহমান ফাউন্ডেশন স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায় উত্তির্ন কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ প্রদান করা হয়েছে। উপজেলার জমিদার হাট রেডিয়েন্ট রেসিডেন্সিয়াল স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক ও রহমান গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জনি। স্কুলের প্রধান শিক্ষক এম এ হাসানের সভাপতিত্বে এতে বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, লায়ন মানিক মহিলা কলেজের অধ্যক্ষ নুরুল আমিন সবুজ, চৌমুহনী প্রেসক্লাবের সভাপতি ইয়াকুব নবী ইমনসহ অনেকে বক্তব্য রাখেন।
