পিযুষ কুমার বিশ্বাস
মহাআয়োজনে গতকাল ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ(০৯ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ) শুক্রবার, ঢাকাস্থ গোপীবাগ কে. এম. দাস লেনের ভোলানন্দগিরি আশ্রমে শ্রীশ্রী গীতাসংঘ বাংলাদেশ কর্তৃক আয়োজিত বিশ্বশান্তি ও সর্বজীবের কল্যান কামনায় শ্রীশ্রী গীতা জয়ন্তী উপলক্ষ্যে দিনব্যাপি সহস্রকন্ঠে সপ্তশতী শ্রীমদ্ভগব˜্গীতা মন্ত্রে শ্রীশ্রী গীতাযজ্ঞ (হোম)-১৪৩২ উদযাপিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও স্থানীয় এবং দূর-দূরান্ত থেকে আগত শত শত সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের উপস্থিতি ও শুভাগমনে শ্রীশ্রী গীতাযজ্ঞ (হোম) অনুষ্ঠানটি এক মহাযোগের সৃষ্টি করেছে। সনাতনী ধর্মভীরুদের পদচারনায় মুখরিত প্রাঙ্গনটি যেন এক বৃন্দাবন ধামের আবহ তৈরী করেছে। দিনব্যাপি ধর্মীয় ভাবগাম্ভীর্জের মধ্যদিয়ে শ্রীমদ্ভগব˜্গীতা মন্ত্রে উৎসারিত কণ্ঠধ্বনী, যজ্ঞাহুতী দান, স্বাস্রীয় ক্রিয়াচার এবং মুহুূর্মুহু হরিধ¦নী, শঙ্খধ¦নী, নাম সংকীর্তন ও মাতৃমন্ডলীর উলুধ্বনীতে চারিদিক প্রকম্পিত হয়েছিল। সু-প্রভাত হতেই একগুচ্ছ অনুষ্ঠান অর্পনমালায় যথাক্রমে মঙ্গলাচরন, বেদপাঠ, চন্ডীপাঠ, শ্রীকৃষ্ণ পূজা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। বিশিষ্ট ব্যাক্তিবর্গের উপস্থিতি ও ধর্মআলোচনা অনুষ্ঠানের বহুমাত্রিকতা পায়। দেশমাত্রিকা, বিশ্বশান্তি ও সার্বজনীন কল্যান কামনায় বিশিষ্টজনেদের উপস্থিতিতে এক প্রার্থনার আয়োজন করা হয়। সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রাপ্তি ও প্রত্যাশার আকুলতা ভগবান শ্রীচরনকমলে ভক্তিভরে প্রার্থনা নিবেদন করা হয়।
শ্রী নিত্যানন্দ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানটি মহিমান্বিত ও শুভাষিত হয়। আগত উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে ছিলেন শ্রীশ্রী গীতাসংঘ বাংলাদেশের প্রধান উপদেষ্টা শ্রী রমেশ চন্দ্র ঘোষ, উপদেষ্টা শ্রী মোহিনী মোহন চক্রবর্তী, উপদেষ্টা শ্রী রাম চন্দ্র দাস, উপদেষ্টা ড. অনুপম দাস বর্মন, পঞ্চতীর্থ ধর্মবেত্তা শ্রী ননী গোপাল দাস, সাধারন সম্পাদক- শারদাঞ্জলি ফোরাম- শ্রী লিটন চন্দ্র পাল, সভাপতি- শারদাঞ্জলি ফোরাম, নারায়নগঞ্জ জেলা শাখা। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের আসন অলংকৃত করেন শ্রী ননী গোপাল মজুমদার, শ্রীশ্রী গীতাসংঘ বাংলাদেশের সহ-সভাপতি শ্রী সুধাংশু চন্দ্র বিশ্বাস, পৃষ্ঠপোষক- শ্রমতি শিখা রানী দাস, শ্রী কমল সাহা, শ্রী নিহার দে আকাশ, শ্রী নারায়ন চন্দ্র দত্ত, ডা. সুজিত রায়, শ্রী দিলীপ অধিকারী, শ্রী সঞ্জয় রায় এবং মহারাজগণ- প্রনব মঠ, ঢাকা প্রমুখ। শ্রীশ্রী গীতাসংঘ বাংলাদেশের আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে অন্যান্যদের পাশাপাশি সহ-সাধারন সম্পাদক শ্রী নির্মল চন্দ্র ঘোষের অপরিসীম ভুমিকায় যজ্ঞানুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। শ্রী রতন কুমার মজুমদার সহ একগুচ্ছ পরম ভক্তবৃন্দের সমন্বয়ে ও স্বেচ্ছাসেবী দলের অক্লান্ত পরিশ্রমের দানে অনুষ্ঠানটি সফলতা পায়। পূন্যলাভের বাসনায় সামর্থ অনুযায়ী পরম ভক্তবৃন্দের মুক্তহস্তে দানের মহিমায় সর্বদাই ধর্মীয় অনুষ্ঠানটি মহিমান্বিত হয়ে থাকে। স্ব-বিশেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরন ও অন্যান্য অনুষ্ঠান মালা পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
