ePaper

গাইবান্ধায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের বার্তা নিয়ে ভোটের গাড়ি

হাবিবুর রহমান,গাইবান্ধা

দেশের চাবি আপনার হাতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গাইবান্ধা জেলা শহরে বিশেষ প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি। গতকাল বুধবার বেলা ১১ টার দিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সুপার কারাভ্যান বহরের একটি ভ্রাম্যমাণ গাড়ি জেলা শহরের বাসস্ট্যান্ডে ২ ঘন্টাব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় গাড়িতে থাকা শিল্পীরা বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করেন। এ ছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার, গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে বার্তা এবং গাইবান্ধা জেলার আঞ্চলিক ভাষায় নির্বাচনি সংগীত পরিবেশন ছাড়াও ফেষ্টিভ ইলেকশন ক্যাম্পেইনের ফেষ্টুন ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার , অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার,জেলা তথ্য কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ আবির, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, জেলা পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক এবং জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারাগণ, এলাকার জনসাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *