ePaper

মধুখালীতে ইজিবাইক চুরির মামলায় চোরচক্রের ২জন সদস্য গ্রেফতার

মোঃ সহিদুল ইসলাম,  মধুখালী প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে ইজিবাইক চুরির ঘটনায় চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। এ সময় চুরি হওয়া একটি ব্যাটারি চালিত ইজিবাইক উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ৪ জানুয়ারি সকাল আনুমানিক ৯টার দিকে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট বাজারে ইজিবাইক চালক মো. সাইফুল ইসলাম রাজু তার লাল খয়েরি রঙের ব্যাটারি চালিত ইজিবাইকটি রেখে নাস্তা করার জন্য একটি হোটেলে যান। নাস্তা শেষে ফিরে এসে তিনি দেখতে পান, তার ইজিবাইকটি সেখানে নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি ইজিবাইক চুরির বিষয়টি নিশ্চিত হন। এ ঘটনায় ভুক্তভোগী ইজিবাইক চালক মধুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মধুখালী থানা পুলিশের সাব-ইন্সপেক্টর তন্ময় মন্ডল সঙ্গীয় ফোর্সসহ তদন্তে নামেন। পরবর্তীতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযান পরিচালনা করে মধুখালী পৌরসভার মেছোড়দিয়া মোড় এলাকা থেকে চুরি যাওয়া ইজিবাইকসহ চোরচক্রের দুই সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মৃত আব্দুর রহমানের ছেলে মো. হুমায়ুন কবির (৩৮) এবং ঢাকা জেলার মুগদা থানাধীন মান্ডা ছাতার এলাকার মৃত মোহাম্মদ নুর খানের ছেলে শান্ত (৩৭)। এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, ইজিবাইক চুরির ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং চুরি যাওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে ৫ জানুয়ারি সোমবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *