ePaper

ফেনী জেলা সিএনজি-অটো রিক্সা মালিক সমিতির লিপলেট বিতরণ

সাহেদ চৌধুরী , ফেনী জেলা প্রতিনিধি

জনসচেতবা বৃদ্ধির লক্ষ্য ফেনী জেলা সিএনজি-অটো রিক্সা মালিক সমিতির লিপলেট বিতরণ করা হয়। ৫ জানুয়ারী মহিপালে সিএনজি স্ট্যান্ডে এই কর্মসূচি পালন করেন সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় নেতৃত্ব দেন ফেনী জেলা সিএনজি মালিক সমতির সভাপতি মওদুদ আহমেদ (রনি) ও সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম। এ সময় তারা বলেন, পরিবহন জগতে সিএনজি অটো রিক্সা একটি গুরুত্বপূর্ণ গণপরিবহন মাধ্যম, যা সহজলভ্য এবং যাত্রীদের সময় সাশ্রয়ে কার্যকর ভূমিকা রাখে। বর্তমানে ফেনী জেলায় সিএনজির কোনো সঠিক ও পূর্ণাঙ্গ পরিসংখ্যান বিদ্যমান নেই। অথচ সঠিক পরিসংখ্যান সিএনজি শিল্পের উন্নয়ন, শৃঙ্খলা ও পরিকল্পিত ব্যবস্থাপনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রেক্ষাপটে ফেনী জেলা সিএনজি মালিক সমিতির উদ্যোগে একটি পরিসংখ্যান কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং সিএনজি শিল্পের উন্নয়নে নিম্নোক্ত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিশেষ নির্দেশিকা:

সর্বাবস্থায় ট্রাফিক আইন মেনে চলার জন্য সিএনজি মালিক ও চালকদের প্রতি অনুরোধ করা হলো। ফেনী জেলার সকল সিএনজির মালিক, চালক ও গাড়ির তথ্য সিএনজি মালিক সমিতির নিজস্ব অনলাইন ওয়েবসাইটে সংরক্ষণ করা হবে। উক্ত তথ্য কিউআর কোডের মাধ্যমে পরিচালিত ও যাচাইযোগ্য করা হবে। যাত্রী নিরাপত্তা নিশ্চিতকরণে চালকদের জন্য মালিক সমিতি কর্তৃক আইডি কার্ড ব্যবহার বাধ্যতামূলক করা হবে। অতিরিক্ত গাড়ির কারণে আয় কমে যাওয়া, বিশৃঙ্খলা ও দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতিনিয়ত নতুন নতুন সিএনজি রাস্তায় নামানো হচ্ছে, অথচ বিআরটিএ কর্তৃক প্রায় গত ১০ বছর ধরে নতুন সিএনজি রেজিস্ট্রেশন নম্বর প্রদান বন্ধ রয়েছে। এ কারণে সিএনজি মালিক সমিতি ও চালকদের যৌথ সিদ্ধান্তক্রমে পহেলা জানুয়ারি ২০২৬ ইং হতে নতুন কোনো সিএনজি রাস্তায় না নামানোর জন্য অনুরোধ জানানো হলো। যারা নতুনভাবে সিএনজি ব্যবসা করতে ইচ্ছুক, তারা পুরাতন ও বৈধভাবে রেজিস্ট্রেশনকৃত সিএনজি ক্রয় করে ব্যবসা পরিচালনা করতে পারবেন। সকল সিএনজিতে প্রয়োজন অনুযায়ী মালিক সমিতির জিপিএস ট্র্যাকার ব্যবহার করা যাবে, যা গাড়ি চুরি রোধে সহায়ক হবে।সিএনজি চালকদের ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত বিষয়ে মালিক সমিতির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।  দুর্ঘটনায় আহত, অসুস্থ ও দুঃস্থ চালক ও মালিকদের জন্য মালিক সমিতির উদ্যোগে কল্যাণ তহবিল গঠন করে চিকিৎসা সেবায় সহায়তা প্রদান করা হবে।পুলিশ প্রশাসন, ট্রাফিক বিভাগ ও বিআরটিএ’র সাথে সমন্বয়ের মাধ্যমে সিএনজি ব্যবসার স্বার্থ রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখার কার্যক্রম পরিচালনা করা হবে।যে সকল রেজিষ্ট্রেশনকৃত সিএনজি, থ্রি হুইলার গাড়ীর ফিটনেস নবায়ন নেই। নবায়ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। পরিশেষে, সকল সিএনজি মালিক ও চালকদের উদ্দেশ্যে বিনীতভাবে আহ্বান জানানো যাচ্ছে- ব্যবসার মান উন্নয়ন, চালকদের জীবনযাত্রার মান উন্নয়ন, যাত্রী নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে মালিক সমিতির সকল কার্যক্রমে সহযোগিতা করুন এবং ঐক্যবদ্ধভাবে একটি সুসংগঠিত ও টেকসই সিএনজি শিল্প গড়ে তুলার আহবান জানান ফেনী জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি মওদুদ আহমেদ (রনি) ও সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *