ePaper

৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শৈলশহর ও বিখ্যাত পর্যটনস্পট দার্জিলিংয়ের তাপমাত্রা নেমেছে ৪ ডিগ্রি সেলসিয়াসে।পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তর আজ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।গতকাল রাতে দার্জিলিংয়ের এই তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর। বুধবারের বিবৃতিতে বলা হয়েছে, “উত্তুরে হাওয়ার প্রভাবে পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে দার্জিলিংয়ে— ৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী আরও কয়েক দিন দার্জিলিংয়ে তাপমাত্রা বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। বরং সামনে ২ বা ৩ জানুয়ারিতে বৃষ্টি-তুষারপাতের আশঙ্কা আছে। যদি এমন ঘটে, তাহলে তাপমাত্রা আরও কমে যাবে।”মালয় পার্বত্য অঞ্চল-ঘেঁষা দার্জিলিংয়ে সারাবছরই ঠাণ্ডা আবহাওয়া থাকে। শীতকালে এই শহরের গড় তাপমাত্রা থাকে সাধারণত ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে মাঝে মাঝে গড় হিসেবের চেয়েও নিচে নেমে যায় তাপমাত্রা, সে সময় তুষারপাত ঘটে।আবহাওয়া দপ্তরের বিবৃতি অনুসারে নিম্ন তাপামাত্রার হিসেবে পশ্চিমবঙ্গে বর্তমানে শীর্ষে আছে দার্জিলিং। এর পর দ্বিতীয় অবস্থানে আছে বীরভূম জেলা। গতকাল মঙ্গলবার রাতে বীরভূমের শ্রীনিকেতন শহরে সাড়ে ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে নদিয়া (৭ ডিগ্রি সেলসিয়াস), সিউড়ি (৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস) এবং আসানসোল (৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস)।আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পঙ-সহ পশ্চিবঙ্গের উত্তরের সব জেলায় আগামী অন্তত ৪ দিন তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।এদিকে মঙ্গলবার কলকাতার গড় তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কলকাতার দমদমে— ১০ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেক ও হলদিয়ার তাপামাত্রা ছিল যথাক্রেমে ১১ দশমিক ৪ ডিগ্রি এবং ১১ দশমিক ২ ডিগ্রি।কলকাতার উপকণ্ঠে দমদমে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, সল্টলেকে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস এবং হলদিয়ায় ১১.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছিল তাপমাত্রা। কলকাতায় বুধবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস, যা এই মরসুমের শীতলতম।

সূত্র ; দ্য শিলং টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *