ePaper

নোয়াখালীতে মহাসড়ক দখল করে ইট বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান, জরিমানা

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি:

  নোয়াখালীতে সড়ক-মহাসড়ক দখল করে অবৈধ ভাবে ইট, বালু, সিমেন্ট, গাছের খুড়ি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে প্রশাসন। গত দুই দিন থেকে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন ও নোয়াখালী সড়ক বিভাগ এই অভিযান চালাচ্ছে। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন এই অভিযান পরিচালনা করছেন। দীর্ঘদিন থেকে এক শ্রেনীর অসাধু ব্যক্তি নোয়াখালী-ঢাকা-চট্টগ্রাম মহাড়কের পাশ দখল করে ইট, বালু, সিমেন্টসহ বিভিন্ন পন্যের ব্যবসা করে আসছে। সড়ক দখল করে এসব  ব্যবসা করায় প্রায় সময় দূর্ঘটায় প্রাণ হানীর ঘটনা ঘটে। এ  নিয়ে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে প্রশাসন অভিযান চালায়। অভিযানে গত দুই দিনে চৌমুহনী-মাইজদী  মহাসড়কে রমজনবিবি থেকে একলাশপুর  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মহাসড়কের উপর অবৈধভাবে ইট, বালি এবং গাছ রেখে পথচারীদের চলাচলে জনদূর্ভোগ সৃষ্টি করায় মহাসড়ক আইন ২০২১ এর ১৪ এর ১ এবং ২ ধারায় মিজানুর রহমানকে ১০ হাজার, হাবীব উল্লাহ বাহারকে ৫ হাজার, অর্থ দন্ড করা হয় এবং স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৯৮(১১) ও ৮৯ (২) ধারায় মো: দুলনকে ২ হাজার, এবং মো: আপেলকে ২ হাজার টাকাসহ মোট ৪ টি মামলায়  ১৯ হাজার টাকা অর্থদন্ড  প্রদান করা হয় এবং জানে আলম বাচ্চু,  শাহ আলমকে  ৪০০ ঘনফুট করে মোট ৮০০ ঘনফুট বালি জব্দ করে প্রকাশ্যে নিলাম দিয়ে ১৫  হাজার ৫০০ টাকা টাকা বিক্রি করা হয়। উল্লেখ্য বিগত ২৪ ডিসেম্বর ইউএনও বেগমগঞ্জের নোটিশ অনুযায়ী অত্র উপজেলার সকল সড়ক থেকে নির্মাণ সামগ্রী ৩ দিনের ভিতরে অপসারণ করার নির্দেশনা দেয়া হলে মোট ২৫৩ টি স্পর্ট থেকে তারা নিজ উদ্যোগে নির্মাণ সামগ্রী অপসারণ করলেও রমজন বিবি হতে একলাশপুর মহাসড়ক থেকে অপসারণ করা হয়নি বিধায় অত্র অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সড়ক বিভাগ, নোয়াখালী,  চৌমুহনী পৌরসভা এবং বেগমগঞ্জ পুলিশ ফাঁড়ির এস আই মো শাকিল হোসেনসহ একটি চৌকস টিম মোবাইল কোর্টে সহযোগিতা করেন। অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *