চট্টগ্রাম ব্যুরো
রাউজান জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদ, আল আইন শাখা আবুধাবির যুগ্ম সাধারণ সম্পাদক স্বচ্ছ রাজনীতিকর্মী মোহাম্মদ নাজিম উদ্দীনকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের জন্য সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) থিয়েটার ইনস্টিটিউটে চাটগাঁর সংবাদ পত্রিকার ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান। জানা গেছে, মোহাম্মদ নাজিম উদ্দীন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের জন্য এলাকায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। মসজিদ ও মাদ্রাসা নির্মাণে সহযোগিতা, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, ঈদ উপহার বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ,বৃক্ষ রোপন অভিযান, রাস্তা সংস্কার, চিকিৎসা সেবা প্রদানসহ অসংখ্য সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন তিনি। এলাকাবাসীর ভালোবাসা আর অনুপ্রেরণা হচ্ছে তার সামনে এগিয়ে যাবার মূল শক্তি। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে মামলা-হামলার শিকার হয়ে তিনি দেশের মায়া ত্যাগ করে দীর্ঘ বছর প্রবাস ছিলেন। বর্তমানে তিনি হাজী বদরুদ্দীন ফকির মাজার ও মৌলানা শেখ আনসার আলী মাজারের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
