ফয়সাল আলম সাগর কক্সবাজার প্রতিনিধি
সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বিএনপি দুইবারের সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনের দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। তালিকায় কক্সবাজার-২ আসনের প্রার্থী হিসেবে আলমগীর ফরিদের নাম নিশ্চিত করা হয়। দলীয় সূত্রে জানা যায়, আলমগীর ফরিদ দুইবার এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় রাজনীতিতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও জনসংযোগের কারণে তিনি শুরু থেকেই সম্ভাব্য প্রার্থীদের শীর্ষে ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ে তাঁর জনপ্রিয়তা ও কর্মী বাহিনীর সক্রিয়তা তাঁকে আবারও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরবে। মনোনয়ন ঘোষণার পর মহেশখালী ও কুতুবদিয়ায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। স্থানীয়রা জানান, আলমগীর ফরিদের ফিরতি মাঠে উপস্থিতি বিএনপির ভোটব্যাংককে আরও শক্তিশালী করবে বলে তারা আশাবাদী। এদিকে, আসন্ন নির্বাচনে কক্সবাজার-২ আসনে বিএনপির আলমগীর ফরিদ ও জামায়াতের সাবেক এমপি হামিদুর রহমান আযাদের মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে আলমগীর ফরিদ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন, যা নির্বাচনী মাঠে তাঁর দৃশ্যমান কার্যক্রমকে আরও জোরদার করেছে। উপজেলা বিএনপির সিনিয়র সদস্য জসিম উদ্দিন চৌধুরী বলেন, “আমরা আজ আমাদের প্রার্থী পেয়েছি। নেতাকর্মীরা উচ্ছ্বসিত এবং ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে প্রস্তুত।” স্থানীয় ভোটারদের মতে, দীর্ঘদিনের পরিচিত মুখ আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদকে প্রার্থী ঘোষণার ফলে কক্সবাজার-২ আসনে নতুন করে রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হয়েছে।
