ePaper

দিনাজপুরে গবেষণার খসড়া ফলাফল শেয়ারিং ও পরামর্শ সভা অনুষ্ঠিত

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (0.65312505, 0.65312505); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি

পরিবেশবান্ধব জ্বালানি হউক আগামী দিনের অঙ্গীকার, ন্যায্য রূপান্তর হউক শ্রমিকের অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে তৈরি পোশাক ও চাতাল শিল্পে জলবায়ু পরিবর্তন, সবুজ রূপান্তর এবং শ্রমিক ব্যবস্থাপনা বিষয়ক গবেষণার খসড়া ফলাফল শেয়ারিং ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার  সকাল ৯টায় দিনাজপুর পর্যটন মোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক  দল দিনাজপুর জেলা শাখার  সভাপতি মো: মোস্তাকিম ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন দিনাজপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহা-পরিদর্শক (সাধারণ) শফিকুল ইসলাম। জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি রবিউল আউয়াল খোকার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হামিদুর রহমান। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস-এর সহকারী গবেষক মোছাঃ রাবেয়া খানম এর প্রাণবন্ত পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির সহ–সম্পাদক মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন চাতাল ও কলকারখানা থেকে আগত শ্রমিক–মালিক প্রতিনিধিরা। সভায় বিলস-এর প্রধান গবেষক ও ডেপুটি ডিরেক্টর (রিসার্চ) মো. মনিরুল ইসলাম গবেষণার খসড়া ফলাফল উপস্থাপন করে তিনি বলেন শ্রমিকদের মানবাধিকার সুরক্ষা ও সংগঠনের সক্ষমতা কিছুটা বৃদ্ধি পেলেও কাঙ্ক্ষিত লক্ষ্য এখনো অর্জিত হয়নি। শুধু আন্তর্জাতিক মানদণ্ডে স্বাক্ষর করলেই হবে না, সেগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সক্ষমতা বৃদ্ধি এবং সংগঠন শক্তিশালী করেই শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করতে হবে। পরামর্শ সভায় বক্তারা কারখানা স্থাপনের আগে পরিবেশগত দিক বিবেচনা করা, মালিক–শ্রমিক উভয়ের মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কার্যকর সরকারি মনিটরিং ব্যবস্থা চালু, শ্রমিকদের বেতন, রেশন, শিক্ষা, বাসস্থান ও চিকিৎসার নিশ্চয়তা—এসব বিষয়ে গুরুত্বারোপ করেন। দিনব্যাপী এ কর্মশালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তরের প্রয়োজনীয়তা এবং শ্রমিকদের অধিকার বাস্তবায়নে করণীয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *