ePaper

জয়পুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘোপাল একতা সংসদের খাদ্য সহায়তা

সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি

ফেনী,ছাগলনাইয়ার পূর্ব ঘোপাল একতা সংসদের উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা করা হয়েছে।  গত ২৭ অক্টোবর ফেনীর ছাগলনাইয়ার ৯ নং শুভপুর ইউনিয়নে ১ নং ওয়ার্ড পশ্চিম জয়পুর গ্রামের  মোকছোদ আলি বাড়িতে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের মাঝে আজ ১ নভেম্বর   পূর্ব ঘোপাল একতা সংসদ এর উদ্যোগে সংসদের উপদেষ্টা মাষ্টার মোমিনুল হক পাটোয়ারীর অর্থায়নে  প্রতি পরিবারকে   ৫০ কেজি চাউল২ কেজি পেয়াজ ১ কেজি মসুরি ডাল২ কেজি সয়াবিন ১ কেজি লবন১ কেজি রসুন ৫ কেজি আলু১ কেজি চিনি৫০০ গ্রাম চা পাতা ১ প্যাক বিস্কুট  ১ টি করে শাড়ি প্রদান করা হয়।এই সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা লায়ন প্রভাষক মোর্শেদ হোসেন, উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক মাস্টার মুমিনুল হক পাটোয়ারী, সংসদের সভাপতি মোশাররফ হোসেন পাটোয়ারী,সহ সভাপতি জাকির হোসেন,  সহ সাধারণ সম্পাদক আবু ইউসুফ, সহ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম। এইসময় সংসদের সদস্য ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। সংসদের নেতৃবৃন্দ সরকার ও বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে আহবান জানান এই মূহুর্তে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহনির্মাণে এগিয়ে আসার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *