রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রামগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর
ভেটেনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর হাসপাতাল প্রাঙ্গণে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রনি কুমারদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম, বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন রামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ডিজিএম শাহিন রেজা ফরাজী, খামারি আনোয়ার হোসেন সেলিম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশের সামগ্রিক আত্মসামাজিক উন্নয়নের প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রোগ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন।
জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপনের মাধ্যমে আধুনিক প্রযুক্তির বিস্তার, নিরাপদ খাদ্য উৎপাদন, নারী ও যুব সৃষ্টি, আন্তর্জাতিক মান অর্জন এবং সরকারি -বেসরকারি সমন্বয়ন জে
