ePaper

সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

শেখ হাসান গফুর, সাতক্ষীরা: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এফ. এম. মান্নান কবীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মশিউর রহমানসহ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী। এবারের প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অংশ নেওয়া ২২টি স্টল স্থান পায়। প্রদর্শনীতে উন্নত ও অধিক উৎপাদনশীল জাতের গবাদিপশু—গাভী, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতর, সৌখিন পাখি, পোষা প্রাণীসহ বিভিন্ন ধরনের পশু-পাখি প্রদর্শিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা, আমিষ ও পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গবাদিপশু পালনের মাধ্যমে লাখো পরিবার জীবিকা নির্বাহ করছে। বর্তমান সরকার প্রাণিসম্পদ রক্ষা, উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানা যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে, যার ফলে উপজেলায় নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং উৎপাদনও বাড়ছে। বক্তারা আরও বলেন, জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী খামারি, উদ্যোক্তা ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং আধুনিক প্রযুক্তি বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *