অজয় সাহা, রায়পুরা,নরসিংদী
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫। বুধবার (২৬ নভেম্বর) সকালে রায়পুরা পৌরসভা মাঠে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ কামরুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাসিনা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খান নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট উদ্যোক্তারা। এবারের প্রদর্শনীতে মোট ২৬টি স্টল অংশ নেয়। স্টলগুলোতে প্রদর্শিত হয় গরু, মহিষ, ছাগল, ভেড়া, ঘোড়া, হাঁস-মুরগি ও বিভিন্ন প্রজাতির পাখিসহ নানা জাতের প্রাণী। স্থানীয় খামারিরা নিজেদের উদ্ভাবনী কার্যক্রম, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং খামার ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় জাতের উন্নয়ন ও নবচিন্তাধারা সমৃদ্ধ প্রযুক্তির সমন্বয় ঘটাতে পারলে প্রাণিসম্পদ খাত দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় আরও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
