ePaper

রাজবাড়ীতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন হয়।

এ উপলক্ষে প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে দপ্তরে ফিরে আসে। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন অতিথিরা।পরে অতিথিরা বিভিন্ন পশু, পাখি, আধুনিক প্রযুক্তি ও খাদ্য নিরাপত্তা সম্পর্কিত ৩০টি স্টল পরিদর্শন করেন এবং আলোচনা সভায় অংশ নেন।

আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ চন্দ্র বিশ্বাস বলেন, “বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে ব্যাপক উদ্যোগ নিয়েছে। গবাদিপশুর উন্নত জাত সৃষ্টি, সুলভ প্রযুক্তি ও মাঠ পর্যায়ের সেবাকে আরও সহজ করতে আমরা কাজ করে যাচ্ছি। রাজবাড়ীতে দুধ, ডিম ও মাংস উৎপাদন ধারাবাহিকভাবে বাড়ছে। আমাদের লক্ষ্য হচ্ছে—খামারিদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে উৎপাদন বৃদ্ধি করা, যাতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় এবং স্থানীয় বাজার আরও শক্তিশালী হয়।”

তিনি আরও বলেন, “এই প্রদর্শনীতে খামারিদের জন্য নতুন প্রযুক্তি, পুষ্টি ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও ব্যবসায়িক দিকনির্দেশনা তুলে ধরা হচ্ছে। এতে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।”অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “প্রাণিসম্পদ খাত শুধু খাদ্য নিরাপত্তাই নয়—গ্রামীণ অর্থনীতির বড় একটি চালিকাশক্তি। রাজবাড়ীতে হাজারো পরিবার গবাদিপশু ও হাঁস-মুরগি লালন-পালনের ওপর নির্ভরশীল। তাদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ, পরামর্শ ও সরকারি সহায়তা অত্যন্ত প্রয়োজন। প্রাণিসম্পদ বিভাগ এ ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।”তিনি আরও বলেন, “আধুনিক প্রযুক্তির ব্যবহার ছাড়া উৎপাদন ও রোগ প্রতিরোধ সম্ভব নয়। তাই এ ধরনের প্রদর্শনী, সচেতনতা ও উদ্ভাবনী উদ্যোগকে আমরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করব। খামারিদের জন্য জেলার প্রশাসন সবসময় উন্মুক্ত।”এছাড়াও বিশেষ অতিথি হিসাবে এতে আরও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা.এসএম মাসুদ,জেলা মৎস্য অফিসার মোঃ মাহবুব উল হক, অতিরিক্ত পুলিশ সুপার সামছুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *