ePaper

মধুখালীতে ‘ঘুমের ওষুধ খেয়ে’ গৃহবধূর আত্মহত্যা

মধুখালী প্রতিনিধি

ফরিদপুর জেলার মধুখালী উপজেলার  ডুমাইন ইউনিয়নের ডুমাইন সাতভাই পাড়ার মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের  সাবেক কমান্ডার  বীরমুক্তিযোদ্ধা  মোঃ খুরশিদ আলম ভূইয়া এর স্ত্রী আসমা বেগম অনি (৩৮) ঘুমের  ঔষধ খেয়ে মারা যান ।  তিনি  আরও জানান তার স্ত্রীর বাপের বাড়ীতে থাকা অবস্থায় অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেছিলেন বলে দাবি করেছেন । আসমা বেগম অনি মঙ্গলবার ভোর  প্রায় ৪.৩০ মিনিটের সময় তার নিজ বাপের বাড়ীতে মারা যান।  এ বিষয়ে আসমা বেগম অনি মা লিপি বেগমের নিকট অনির  মৃতে্যুর বিষয়টি জানতে চাইলে তিনি কান্নায়  ভেঙ্গে পড়েন  আর বলেন তার স্বামীর উপর রাগ করে  অতিরিক্ত ঘুমের ঔষধ খেয়ে আমার মেয়ে মারা গেছে ।  ওই গৃহবধূর নাম আসমা বেগম অনি (৩৮) । তিনি  ফরিদপুর  জেলার মধুখালী  উপজেলার  ডুমাইন  ইউনিয়নের ডুমাইন সাতভাই পাড়া মোঃ ফরিদ শেখের  মেয়ে ।  তাঁর স্বামী একই গ্রামের পাশের বাড়ী মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার  মোঃ  খুরশিদ আলম ভূইয়া ।  গৃহবধূর স্বামী মোঃ  খুরশিদ আলম ভূইয়া  জানান,  তাদের প্রায় ২বছর আগে  বিবাহ হয় । বিবাহের  কয়েকমাস পর তার বাপের বাড়ী চলে যায় । আমার বাড়ী আসে না । আমি তার ভবিষতের  কথা চিন্তা করে ৫ লক্ষ টাকা দিবো এই ওয়াদায় আমি তাকে নগদ সাড়ে চার লক্ষ টাকা দেয় । আর বাকী পঞ্চাশ হাজার টাকা  দিতে দেরি হওয়ার  কারনে  তার পিতা তাকে আমার বাড়ীতে আসতে  দেয় না ।  এমতবস্থায়  আমাদের যোগাযোগ চলে তবে  তিনি আরও বলেন  তার মা-বাপের উপর রাগ করে  অতিরিক্ত ঘুমের ঔষধ খেয়ে আত্নহত্যা করেছে ।  স্থানীয় পর্যায় জানা যায় তাদের দুজন দুজনের খুব ভালো বাসতো তবে তার মা-বাপের কারনে তাদের (দাদা-নাতীর) সুখের সংসার করা হলো না।  এ বিষয়ে মধুখালী থানা  সেকেন্ড অফিসার  এস .আই মোঃ রোস্তম আলী বলেন  আসমা বেগমের মৃতে্যুর  বিষয়টি  নিশ্চিত করে বলেন  লাশের গলায় কালো দাগ আছে। তবে মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুর  মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরন করা হয়েছে ।  লাশের ময়না তদন্তের রিপোর্ট এলে মৃতে্যুর প্রকৃত ঘটনা জানা যাবে । তিনি আরও জানান এ বিষয়ে একটি অপমৃতে্যুর মামলা   হয়েছে ।  তবে পারিবারিক সূত্রে জানা যায়  অতিরিক্ত ঘুমের ঔষধ খেয়ে গৃহবধু আত্নহত্যা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *