মোহাম্মদ আলী,ভোলা
ভোলার গণমাধ্যম অঙ্গনে নেমেছে শোকের ছায়া। শেষ বিদায় জানানো হলো বীর মুক্তিযোদ্ধা, ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক এবং দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকার সম্পাদক এম. হাবিবুর রহমানকে। আজ তাঁর জানাজায় অংশ নেন সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনের কর্মকর্তা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও নানা শ্রেণি–পেশার মানুষ। দীর্ঘদিন সাংবাদিকতা, মুক্তিযুদ্ধের চেতনা ও সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা এই প্রবীণ সাংবাদিকের মৃত্যুতে ভোলা জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই প্রেসক্লাব প্রাঙ্গণে মানুষের ঢল নেমে আসে। সহকর্মীরা বলেন—“তিনি ছিলেন ভোলার সাংবাদিকতার জীবন্ত ইতিহাস, তাঁর মৃত্যু অপূরণীয় ক্ষতি।”জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন করা হয়। এ সময় উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে প্রদান করা হয় গার্ড অব অনার। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে স্থানীয় সাংবাদিক নেতারা বলেন, হাবিবুর রহমানের আদর্শ ও সততা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
