ePaper

নিজ এলাকায় সংবর্ধিত হলেন বিএনপি নেতা আলাউদ্দিন

হেলাল উদ্দিন নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের কৃতি সন্তান আলাউদ্দিন আহমেদ-কে বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা ও জনসভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান শরিফ শওকত উসমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক দলীয় মনোনিত প্রার্থী অ্যাড. এমএ মান্নান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আলাউদ্দিন এই বিটঘর ইউনিয়নের গর্বিত সন্তান, তিনি একজন সৎ মানুষ। তিনি বাহরাইন থেকেও বিএনপিকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমরা তাকে অভিনন্দন জানাই।তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের যে কর্মসূচি দেওয়া হয়েছে, আমরা বাড়ি বাড়ি গিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করছি। দল আমাকে মনোনয়ন দিয়ে মূল্যায়ন করেছে, যাদের মনোনয়ন দেওয়া হয়নি তাদের বাড়ি বাড়ি গিয়ে আমি সাক্ষাৎ করেছি। আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে চাই।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাসাস এর সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ লিয়াকত আলী, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, জেলা বিএনপির সদস্য মোঃ রহমত উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জালাল, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মহি উদ্দিন মহিন,জেলা ছাত্রদলের আহবায়ক শাহিনুর রহমান শাহিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ হাসিবুল হাসান শাহিন, মহিলা দলের আহবায়ক প্রফেসার নাইলা ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক দুলাল, নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবু হানিফ মোল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *