মাগুরা প্রতিনিধি
খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মাগুরা সদরে এবং শালিখায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অফ বাংলাদেশ মাগুরা জেলা শাখা। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মো: কামাল হোসেন (পিকুল), ক্যাশিয়ার মো: আবু জাফর আহমেদ, প্রচার সম্পাদক মো: এনামুল লস্করসহ জেলার খুচরা সার বিক্রেতারা। বক্তারা বলেন, জেলার খুচরা সার বিক্রেতারা দীর্ঘদিন ধরে আইডি কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট সুলভ মূল্যে সার সরবরাহ করে আসছেন। কিন্তু হঠাৎ করে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হবেন এবং কৃষকরাও নানাভাবে সমস্যায় পড়বেন। তাই বিদ্যমান আইডি কার্ড বহাল রেখে টিও লাইসেন্স বজায় রাখার দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।অপরদিকে সকাল সাড়ে ১০টায় শালিখা উপজেলায় খুচরা সার বিক্রেতা উপজেলা সাব-ডিলার ইউনিটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি হস্তান্তর করা হয়। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনটির উপজেলা সভাপতি জিহাদ আলী মল্লিক। বক্তব্য রাখেন সহ-সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক বিশ্বজিত চক্রবর্তী, কোষাধ্যক্ষ কবির সরদার, সদস্য মোল্লা মামুন প্রমুখ। বক্তারা বলেন, দেশের প্রান্তিক কৃষকদের কাছে সঠিক সময়ে সুলভ মূল্যে সার পৌঁছে দিতে খুচরা সার বিক্রেতা ও সাব-ডিলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। এমন পরিস্থিতিতে তাদের লাইসেন্স বাতিল করা হলে কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
