ePaper

গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি”র কাজে অনিয়মের অভিযোগ

শেখ হাবিবুর রহমান

গাইবান্ধা গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গায় রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে। গত রবিবার ও সোমবার সরেজমিনে  গিয়ে দেখা যায় রাতের আঁধারে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের ভিতর দিয়ে সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা বাজারে যাতায়াতের একমাত্র জনগুরুত্বপুর্ন এ রাস্তাটির কার্পেটিং কাজে ব?্যবহার করা হয় নিম্নমানের সামগ্রী। উক্ত রাস্তাটি মেরামত,পুনঃনির্মাণ/সংস্কার কাজ ১ বছর আগে শুরু হয়। সংশ্লিষ্ট ঠিকাদার ও উপজেলা প্রকৌশলীর যোগসাজসে নিম্মমানের সামগ্রী ও নানা অনিয়মের মধ্য দিয়ে প্রকল্প সাইনবোর্ড বিহীন রাস্তাটির নির্মাণকাজ করা হয়। এছাড়াও পুরাতন কার্পেটিংগুলো হালচাষ করে রাস্তায় দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি। অত্যান্ত নিম্নমানের খোঁয়া ব্যবহারের বিষয়টি সাদুল্যাপুর উপজেলা প্রকৌশলীর নিকট অবগত করা হলেও প্রতিকার মেলেনি। গত ২৩ নভেম্বর রাস্তাটিতে সামান্য বিটুমিন/তেল দিয়েই রাত ৮ টা পর্যন্ত কার্পেটিংএর কাজ করা হয়। এলাকাবাসির অভিযোগ,রাস্তাটি পরিস্কার না করেই মাটি ও বালির উপর কার্পেটিং করা হয়েছে। বিধি মোতাবেক রেইজিংয়ের উপর কার্পেটিং থাকার কথা থাকলেও তার ২/১” নিচে গুড়ি পাথরের সাথে ১৫/২০ মিলি পাথর দিয়ে কার্পেটিংএর কাজ করা হয়। রাস্তাটির দু’পাশে ছপ টয়েল ও স্লোব না থাকায় বৃষ্টিতে ভেঙ্গে যাওয়ার আশংকা করছেন এলাকাবাসী। রাতে কার্পেটিং ও অনিয়মের বিষয়গুলি সাদুল্যাপুর এলজিইডির উপজেলা প্রকৌশলী মোঃ মেনহাজ উদ্দিনকে জানালে তিনি বলেন- আমার উপরের কর্মকর্তার নিকট অভিযোগ দেন। ঠিকাদারের সাথে কথা বলেন। নির্বাহী প্রকৌশলী এব্যাপারে দেখে ব?্যাবস্হা নেবেন। আমার কোন বক্তব্য নেই। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে সাদুল্যাপুর উপজেলায় একাধিক শিক্ষা প্রতিষ্টানের ভবন ও বিভিন্ন রাস্তার কাজে অনিয়মের অভিযোগ থাকলেও মনগড়া ভাবে ঠিকাদার ও উপজেলা প্রকৌশলী নির্মাণকাজ করে যাচ্ছেন। উক্ত অভিযোগের বিষয়গুলি তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেছেন এলাকার সচেতন মহল। তারা সাদুল্ল?্যাপুর উপজেলা প্রকৌশলীর বদলীসহ আইনী ব্যবস্থা নিতে নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *