মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলার একাধিক ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন জামালপুর জেলার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিব। গত অক্টোবর মাস ২০২৫ ইং অভিন্ন মানদন্ডে ও পারফরম্যান্সের ভিত্তিতে জেলা পুলিশের পক্ষ থেকে গত ২৪ নভেম্বর সোমবার পুলিশ সুপারের কার্য্যালয়ে আইন শৃঙ্খলা ও মাসিক মিটিং শেষে জামালপুরের সাতটি থানার বিভিন্ন কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার তুলে দেন জামালপুর জেলার সুযোগ্য জনবান্ধন মানবিক ভূষিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার( অর্থ ও প্রশাসন) জনাব সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড এপস) মোরশেদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন,জামালপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির নবাগত ওসি -১ মোঃ আব্দুল কাইয়ুম সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
