ফুলগাজী,ফেনী প্রতিনিধি
বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল ও ডেন্টাল কলেজে অধ্যয়নরত ফুলগাজী উপজেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যালায়েন্স অব ফুলগাজী (পুসাপ)–এর প্রথম কার্যনির্বাহী কমিটি অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক, আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আসিফ উদ্দিনকে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, পুসাপের লক্ষ্য হলো ফুলগাজী উপজেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা, বর্তমান ও সাবেক পাবলিকিয়ানদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা, স্থানীয় পর্যায়ে শিক্ষা–সহায়তা নিশ্চিত করা এবং জলবায়ু ও দুর্যোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। বর্তমানে পুসাপ বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রস্তুতিরত শিক্ষার্থীদের নিয়মিত মেন্টরশিপ প্রদান করছে। পাশাপাশি আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফুলগাজীর বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে—যার মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা সম্পর্কে অনুপ্রাণিত করা ও ক্যারিয়ার পরিকল্পনায় দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্য রয়েছে। পুসাপের এই যাত্রা ফুলগাজী উপজেলার শিক্ষার্থীদের মেধা বিকাশ, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
