মো. আফজল হোসেন (শ্রীমঙ্গল প্রতিনিধি)
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এর নির্দেশে এবং এসআই আনিসুর রহমানের নেতৃত্বে রোববার একজন মাদককারবারী আসামিসহ দু’জনকে গ্রেফতার করা হয়। রোববার থানা পুলিশের একটি টিম শ্রীমঙ্গল শহরের রাজ্জাক টাওয়ারের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘ দিন ধরে আড়ালে থাকা মাদক সম্রাট আব্দুস সামাদকে দেড় কেজি গাঁজা সহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন—১.ওয়ারেন্টভুক্ত আসামি: মো. রাজন মিয়া মামলা নং: জিআর-৭৭/২৩ ২.মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (২ নং ধারায়) গ্রেফতার: আব্দুস সামাদ পাভেল পিতা: -মৃত:সিরাজ মিয়া, ঠিকানা – আরামবাগ (উকিলবাড়ি রোড) থানা শ্রীমঙ্গল, জেলা : মৌলভীবাজার। সোমবার গ্রেফতারকৃত আসামিদের পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।
