ePaper

রিদপুর পৌরসভার উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের কর্মপরিকল্পনা নিয়ে  কর্মশালা অনুষ্ঠিত

ব্যুরো চিফ,ফরিদপুর

ফরিদপুর পৌরসভার উদ্যোগে কমিউনিটি ভিত্তিক সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় পৌরসভার সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক মোঃ সোহরাব হোসেন কর্মশালার সভাপতিত্ব করেন। তিনি বলেন, প্রতিদিন পৌর এলাকায় প্রায় ১২০ টন বর্জ্য উৎপন্ন হয়, যা ব্যবস্থাপনার জন্য আধুনিক ও টেকসই পরিকল্পনা এখন অপরিহার্য। কর্মশালায় জানানো হয়, সীমিত সম্পদ থাকা সত্ত্বেও বর্জ্যকে সম্পদে রূপান্তর করার সুযোগ রয়েছে। বক্তারা বলেন, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বর্জ্য থেকে বায়োগ্যাস ও অন্যান্য পুনর্ব্যবহারযোগ্য পণ্য উৎপাদনের সম্ভাবনা বাড়ানো সম্ভব। তারা আরও উল্লেখ করেন, পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য রক্ষায় দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। উন্নত বিশ্বের মতো বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি গ্রহণের মাধ্যমে পৌর এলাকাকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখা সম্ভব। কর্মশালায় পৌরসভার ৯২টি উন্নত এলাকার প্রতিনিধি ও দেড়শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। সভায় বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের বিভিন্ন প্রস্তাব, পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল উপস্থাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *