গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩২, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকন স্থানীয় সাংবাদিক সমাজের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়। গতকাল সোমবার সকাল ১২টায় গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবিব রফিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন। সভা সঞ্চালনা করেন সাজাদুর রহমান সাজু। মতবিনিময় সভায় মোহাম্মদ শামীম কায়সার লিংকন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তার নির্বাচনী ইশতেহার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি গোবিন্দগঞ্জের উন্নয়নে তার অঙ্গীকার পূর্নর্ব্যক্ত করেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ওপর জোর দেন। তিনি বলেন, যদি নির্বাচিত হতে পারেন, তাহলে গোবিন্দগঞ্জের মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। সাংবাদিকরা প্রার্থীর কাছে এলাকার বিভিন্ন সমস্যা, যেমন – বেকারত্ব, কৃষি খাতের উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মানোন্নয়ন সম্পর্কে জানতে চান। মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রতিটি প্রশ্নের বিস্তারিত জবাব দেন এবং এই সমস্যাগুলো সমাধানে তার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বলেন, সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা তার নির্বাচনী প্রচারে সহায়ক হবে এবং এলাকার মানুষের কাছে তার বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মোহাম্মদ শামীম কায়সার লিংকন সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং আগামী দিনেও তাদের সহযোগিতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, গোবিন্দগঞ্জের জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে এবং এলাকার উন্নয়নে অংশীদার হবে।
