ePaper

সাতক্ষীরার তুয়াডাঙ্গায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

শেখ হাসান গফুর, সাতক্ষীরা ঃ-

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা তাহফীজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে চতুর্থ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আছর তুয়ার ডাঙ্গা তাহফীজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল হাকিম মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন খাজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম (বাচ্চু)। অনুষ্ঠান সঞ্চালনা করেন তুয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দরবেশি ই রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মনসুর আহমেদ, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আমজাদ হোসাইন, হাফেজ মাওলানা ইকবাল হোসেন, আইনুর রহমান সরদার, হাবিদুল ইসলাম সরদার, মইনুদ্দিন সরদার, সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম মোল্লা, জামান সরদার, ইমদাদুল সরদার, ওসমান গনি প্রমুখ। এছাড়াও সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নাজিমুদ্দিন মোল্ল ও নুরুল সরদার। মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান রাখেন হযরত মাওলানা মুফতি কামরুজ্জামান যশোরী, মুহতামিম ও শাইখুল হাদিস আল জামিয়াতুল ইসলামিয়া বাহারুল উলুম মাদ্রাসা, নাবারণ, শার্শা, যশোর। অন্যান্য বক্তারা ছিলেন হাফেজ মাওলানা আসাদুজ্জামান আসাদ (খুলনা), হযরত মাওলানা খলিলুর রহমান আজাদী (সাতক্ষীরা), হাফেজ মাওলানা কারী ইউনুছ আল আনসারী (সাতক্ষীরা) ও হাফেজ ক্বারি নাছির উদ্দিন (আশাশুনি)। তারা কুরআন ও হাদিসের আলোকে ইসলামী জীবনব্যবস্থা ও নৈতিকতার উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়াও মাহফিলে ছয়জন হাফেজকে পাগড়ি পরিধান করিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। তারা হলেন— হাফেজ নাজমুল রহমান, হাফেজ মাসউদুর রহমান, হাফেজ আল আমিন, হাফেজ জাহিদ হাসান, হাফেজ হাবিবুল্লাহ বাহার ও হাফেজ ইমরাদিল ইসলাম। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, মাদ্রাসা প্রতিষ্ঠার শুরু থেকে এ পর্যন্ত মোট আয় হয়েছে ২০লক্ষ ৮৩ হাজার ৮শত ৫ টাকা এবং ব্যয় হয়েছে ৩৩লক্ষ ৪ হাজার ৩শত ৫৫ টাকা। ফলে বর্তমানে মোট ঘাটতি রয়েছে ১২লক্ষ ২০ হাজার ৫শত ৫০ টাকা। চলতি ২০২৫ সালে আয় হয়েছে ৭ লক্ষ ৪৪  হাজার ৯ শত ৮৮ টাকা এবং ব্যয় হয়েছে ১৩ লক্ষ ২৬ হাজার ২ শত ২৯ টাকা, যার ফলে এ বছরেই ঘাটতির পরিমাণ দাাঁড়য়েছে ৫ লক্ষ ৮১ হাজার ২ শত ৪১ টাকা। মাহফিল সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাদ্রাসার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *