ePaper

মধুখালীতে বিএনপি’ বিভিন্ন ইউনিয়নে মত বিনিময়  সভা

Exif_JPEG_420

মধুখালী প্রতিনিধি

আগামী ২৬ শে  নভেম্বর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর -১  আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ খন্দকার নাসিরুল ইসলাম এর ফরিদপুর-১ আসনে ধানের শীষের মনোনয়ন সফল করার লক্ষে ফরিদপুরের মধুখালী  উপজেলা মধুখালী ঈদগাহ মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে । এই জনসভা সফল করার জন্য উপজেলার আড়পাড়া, কামারখালী, ডুমাইন, বাগাট, রায়পুর, জাহাপুর, কোড়কদি, নওপাড়া, মেগচামী, কামালদিয়া,গাজনা সহ মধুখালী পৌরসভায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে । এরই আলোকে শনিবার বিকালে আড়পাড়া ইউনিয়নে মধুখালী উপজেলা বিএনপি সহ-যুব বিষয়ক সম্পাদক ও মধুখালী উপজেলা কৃষকদলের যুগ্ন আহায়ক মোঃ ফরিদুল ইসলাম ফুরাদ এর  কামারখালী বাসষ্টান্ডের ঘরে ফুরাদ এর নেতৃত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । সভায় বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপি সহ-সভাপতি মোঃ সাঈদুর রহমান,  সাধারন সম্পাদক মোঃ আব্দুল আলীম মানিক, যুগ্ন সাধারন সম্পাদক বাবলু কুমার রায়,  পৌরসভার সভাপতি মোঃ হায়দার আলী মোল্যা, মধুখালী উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক, আড়পাড়া ইউনিয়নের বিএনপি সাবেক আহবায়ক মোঃ এহিয়া হোসাইন, আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, কামারখালী বীরশ্রেষ্ট মুন্সী আব্দুর রউফ ডিগ্রী কলেজের সাবেক ভিপি ও আড়পাড়া ইউনিয়নের বিএনপি সভাপতি প্রার্থী মোঃ মনিরুজ্জামান জামান, আড়পাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ আসাদুজ্জামান প্রমুখ ।  এ ছাড়া ডুমাইন , কামারখালী , বাগাট সহ সকল ইউনিয়নে মতবিনিময় সভা হবে। পরিশেষে সকল ইউনিয়নের বিএনপি নেতাদের প্রতি  মধুখালীতে বিএনপি জনসভাকে জনসমুদ্রে পরিনত করার আহবান রেখে মতবিনিময় সভা শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *