বড় রকমের বিভ্রাটের মধ্যে পড়েছে সার্চ ইঞ্জিন গুগলের মেইল আদানপ্রদান সেবা জিমেইল। ফলে সারা বিশ্বে জিমেইল ব্যবহারে ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবহারকারীদের।
আজ ২০ আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশ সময় সোয়া ১০টা থেকে এ বিভ্রাট শুরু হয়।
বিশ্ব গণমাধ্যম বিজনেস ইনসাইডার জানিয়েছে, ব্যবহারকারীরা মেইলে ফাইল পাঠাতে বাধাপ্রাপ্ত হচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। অনেকে জানিয়েছেন, তারা জিমেইলে কোনো ফাইল অ্যাটাচ করতে পারছেন না, আবার অনেকে জিমেইলে লগ-ইন করতে না পারার সমস্যার কথা বলেছেন।
২০ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টা থেকে জিমেইলে এ ধরনের সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে জনপ্রিয় আউটেজ ট্র্যাকিং পোর্টাল ডাউন ডিটেক্টর। বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, জাপানসহ বিশ্বের অন্যান্য অংশে জিমেইলের এ বিভ্রাট দেখা দিয়েছে।
ব্যবহারকারীদের কাছ থেকে এ ধরনের অভিযোগ পাওয়ার কথা এক বিবৃতিতে স্বীকার করেছে জিমেইল। বিবৃতিতে কোম্পানিটি জানায়, জিমেইল সম্পর্কিত একটি সমস্যা আমরা খতিয়ে দেখছি। শিগগিরই এ বিষয়ে আমরা আরও তথ্য জানাব।